আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১- পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৫
স্ত্রীলোকের ব্যবহারের অতিরিক্ত পানি দিয়ে যে পুরুষলোক উযু বা গোসল করে
৮৫। ইবনে উমার (রাযিঃ) বলেন, নারীদের ব্যবহারের অতিরিক্ত পানি দিয়ে পুরুষলোকদের গোসল করায় কোন দোষ নেই, যদি সে ঋতুবতী বা নাপাক অবস্থায় না থাকে।*
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, নারীদের উচ্ছিষ্ট পানি দিয়ে পুরুষদের গোসল অথবা উযু করায় কোন দোষ নেই, তা সে হায়েযগ্রস্ত অথবা নাপাক অবস্থায় থাক না কেন। আমরা জানতে পেরেছি যে, রাসূলুল্লাহ ﷺ ও আয়েশা (রাযিঃ) একই পাত্রের পানি দিয়ে একত্রে গোসল করতেন এবং এতে অপরের আগে পানি তুলতে তৎপর হতেন। যখন তাঁরা উভয়ে একত্রে গোসল করেছেন, তখন তাও নাপাক মহিলার ব্যবহারের অতিরিক্ত পানিই হলো। ইমাম আবু হানীফারও এই মত।

* ইবনে উমার (রাযিঃ) হয়তো অধিক সতর্কতা অবলম্বনের জন্য হায়েযগ্রস্ত ও নাপাক মহিলার ব্যবহারের অতিরিক্ত পানি পুরুষদের ব্যবহার করতে নিষেধ করেছেন (অনুবাদক)।
بَابُ: الرَّجُلِ يَغْتَسِلُ وَيَتَوَضَّأُ بِسُؤْرِ الْمَرْأَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: «لا بَأْسَ بِأَنْ يَغْتَسِلَ الرَّجُلُ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ، مَا لَمْ تَكُنْ جُنُبًا أَوْ حَائِضًا» ، قَالَ مُحَمَّدٌ: لا بَأْسَ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ وَغُسْلِهَا، وَسُؤْرِهَا وَإِنْ كَانَتْ جُنُبًا، أَوْ حَائِضًا , بَلَغَنَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ هُوَ، وَعَائِشَةُ مِنْ إِنَاءٍ وَاحِدٍ لِيَتَنَازَعَانِ الْغُسْلَ جَمِيعًا، فَهُوَ فَضْلُ غُسْلِ الْمَرْأَةِ الْجُنُبِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান