আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১- পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৭
মাটি দিয়ে তাইয়াম্মুম করা
৬৭। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। তিনি নিজে এবং আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) আল-জুরুফ নামক স্থান থেকে আল-মিরবাদ নামক স্থানে পৌঁছলেন।** আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বাহন থেকে নেমে পাক মাট দিয়ে তাইয়াম্মুম করেন। তিনি নিজের মুখমণ্ডল ও উভয় হাত কনুই পর্যন্ত মাসেহ করলেন, অতঃপর নামায পড়লেন।
* আল-জুরুফ মদীনা থেকে তিন মাইল এবং মিরবাদ মদীনা থেকে এক বা দুই মাইল দূরে অবস্থিত (অনুবাদক)।
* আল-জুরুফ মদীনা থেকে তিন মাইল এবং মিরবাদ মদীনা থেকে এক বা দুই মাইল দূরে অবস্থিত (অনুবাদক)।
بَابُ: التَّيَمُّمِ بِالصَّعِيدِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ , أَنَّهُ أَقْبَلَ هُوَ، وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ مِنَ الْجُرْفِ، حَتَّى إِذَا كَانَ بِالْمِرْبَدِ، نَزَلَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ فَتَيَمَّمَ صَعِيدًا طَيِّبًا، فَمَسَحَ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ، ثُمَّ صَلَّى "

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬৮
মাটি দিয়ে তাইয়াম্মুম করা
৬৮। আয়েশা (রাযিঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ ﷺ -এর সাথে এক সফরে বের হলাম। আমরা বাইদা অথবা যাতুল জায়েশ নামক স্থানে পৌঁছার পর আমার গলার হার হারিয়ে গেলো। রাসূলুল্লাহ ﷺ ও তাঁর সফরসঙ্গীরা হারের খোঁজে যাত্রাবিরতি দিলেন। কিন্তু ঘটনাক্রমে সেখানে পানি ছিলো না এবং লোকদের সাথেও পানি ছিলো না। অতএব লোকেরা আবু বাকর (রাযিঃ)-র কাছে এসে বললো, আপনি কি দেখছেন না, আয়েশা (রাযিঃ) কি করেছে? সে রাসূলুল্লাহ ﷺ আমার এবং তাঁর সফরসঙ্গীদের এমন জায়গায় থামিয়ে দিয়েছে, যেখানে পানি নাই এবং লোকদের সাথেও পানি নাই। আয়েশা (রাযিঃ) বলেন, অতএব আবু বাকর (রাযিঃ) এলেন, তখন রাসূলুল্লাহ ﷺ আমার উরুর উপর তাঁর মাথা রেখে ঘুমাচ্ছিলেন। আবু বাকর (রাযিঃ) বলেন, তুমি রাসূলুল্লাহ ﷺ এবং তাঁর সফরসঙ্গীদের এমন জায়গায় যাত্রাবিরতি করতে বাধ্য করলে, যেখানে পানি নেই এবং লোকদের নিকটও পানি নেই। আয়েশা (রাযিঃ) বলেন, আবু বাকর (রাযিঃ) আমার উপর খুব অসন্তুষ্ট হলেন এবং আল্লাহর ইচ্ছায় যা বলার তাই বললেন । তিনি আমার পেটের পার্শ্বদেশে আংগুল দিয়ে গুতা দিচ্ছিলেন। কিন্তু রাসূলুল্লাহ ﷺ -এর মাথা আমার উরুর উপর থাকায় আমি নড়াচড়া করতে পারলাম না। রাসূলুল্লাহ ﷺ ঘুমিয়ে থাকলেন এবং পানিবিহীন অবস্থায় ভোর হলো। এই উপলক্ষে আল্লাহ তাআলা তাইয়াম্মুম সম্পর্কিত আয়াত নাযিল করেন। লোকেরা তাইয়াম্মুম করলো এবং আমরাও তাইয়াম্মুম করলাম। উসাইদ ইবনে হুদাইর (রাযিঃ) বলেন, হে আবু বাকর-পরিবার! এটাই তোমাদের একমাত্র বরকত নয়, বরং তোমাদের উসীলায় মুসলমানদের অনেক সুযোগ লাভ হয়েছে)। আয়েশা (রাযিঃ) বলেন, আমরা যখন চলতে শুরু করলাম তখন আমাদের উটের নীচে হারটি পাওয়া গেলো।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের এবং ইমাম আবু হানীফার মত হচ্ছে, তাইয়াম্মুম করার জন্য মাটিতে দুইবার হাত মারতে হবে। একবার হাত মেরে মুখমণ্ডল মাসেহ করবে এবং দ্বিতীয়বার হাত মেরে উভয় হাতের কনুই পর্যন্ত মাসেহ করবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের এবং ইমাম আবু হানীফার মত হচ্ছে, তাইয়াম্মুম করার জন্য মাটিতে দুইবার হাত মারতে হবে। একবার হাত মেরে মুখমণ্ডল মাসেহ করবে এবং দ্বিতীয়বার হাত মেরে উভয় হাতের কনুই পর্যন্ত মাসেহ করবে।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهُا , أَنَّهَا قَالَتْ: " خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ، أَوْ بِذَاتِ الْجَيْشِ، انْقَطَعَ عِقْدِي، فَأَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْتِمَاسِهِ، وَأَقَامَ النَّاسُ وَلَيْسُوا عَلَى مَاءٍ، وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَأَتَى النَّاسُ إِلَى أَبِي بَكْرٍ فَقَالُوا: أَلا تَرَى إِلَى مَا صَنَعَتْ عَائِشَةُ؟ أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبِالنَّاسِ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، قَالَتْ: فَجَاءَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ , وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي قَدْ نَامَ، فَقَالَ: حَبَسْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّاسَ وَلَيْسُوا عَلَى مَاءٍ، وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، قَالَتْ: فَعَاتَبَنِي وَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ، وَجَعَلَ يَطْعُنُنِي بِيَدِهِ فِي خَاصِرَتِي، فَلا يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلا رَأْسُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فَخِذِي، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى أَصْبَحَ عَلَى غَيْرِ مَاءٍ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى آيَةَ التَّيَمُّمِ فَتَيَمَّمُوا "، فَقَالَ أُسَيدُ بْنُ حُضَيرٍ: مَا هِيَ بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ، قَالَتْ: وَبَعَثْنَا الْبَعِيرَ الَّتِي كُنْتُ عَلَيْهِ فَوَجَدْنَا الْعِقدَ تَحْتَهُ.
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَالتَّيَمُّمُ ضَرْبَتَانِ، ضَرْبَةٌ لِلْوَجْهِ، وَضَرْبَةٌ لِلْيَدَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَالتَّيَمُّمُ ضَرْبَتَانِ، ضَرْبَةٌ لِلْوَجْهِ، وَضَرْبَةٌ لِلْيَدَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ

তাহকীক:
তাহকীক চলমান