আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني

১- পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৮
বীর্যরস বের হলে উযু নষ্ট হয়ে যায়
৩৮। আল-মিকদাদ ইবনুল আসওয়াদ (রাযিঃ) থেকে বর্ণিত। আলী ইবনে আবু তালিব (রাযিঃ) তাকে রাসূলুল্লাহ ﷺ -এর কাছে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করার জন্য নির্দেশ দিলেন যে তার স্ত্রীর কাছে আসলে তার বীর্যরস নির্গত হয়। এ অবস্থায় তাকে কি করতে হবে? (আলী (রাযিঃ) বলেন), যেহেতু তাঁর কন্যা (ফাতিমা) আমার স্ত্রী, তাই এ ব্যাপারে তাঁর কাছে সরাসরি জিজ্ঞেস করতে আমি লজ্জাবোধ করি। মিকদাদ (রাযিঃ) বলেন, আমি তাঁর কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করলাম। তিনি বলেনঃ তোমাদের কারো এরূপ হলে সে যেন তার লজ্জাস্থান ধোয় এবং নামাযের উযূর ন্যায় উযু করে।
بَابُ: الْوُضُوءِ مِنَ الْمَذْيِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي سَالِمُ أَبُو النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ بْنِ مَعْمَرٍ التَّيْمِيُّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنِ الْمِقْدَادِ بْنِ الأَسْوَدِ، أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَمَرَهُ أَنْ يَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ إِذَا دَنَا مِنْ أَهْلِهِ، فَخَرَجَ مِنْهُ الْمَذْيُ مَاذَا عَلَيْهِ؟» فَإِنَّ عِنْدِي ابْنَتَهُ، وَأَنَا أَسْتَحْيِي أَنْ أَسْأَلَهُ، فَقَالَ الْمِقْدَادُ: فَسَأَلْتُهُ، فَقَالَ: «إِذَا وَجَدَ أَحَدُكُمْ ذَلِكَ فَلْيَنْضَحْ فَرْجَهُ، وَلْيَتَوَضَّأْ وُضُوءَهُ لِلصَّلاةِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯
বীর্যরস বের হলে উযু নষ্ট হয়ে যায়
৩৯। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) বলেন, স্ফটিক বা মুক্তার দানার মতো আমার যৌনাঙ্গ দিয়ে বির্যরস নির্গত হয়। তোমাদের কারো এভাবে বির্যরস নির্গত হলে সে যেন তার লজ্জাস্থান ধোয় এবং নামাযের উযুর ন্যায় উযু করে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের এবং ইমাম আবু হানীফার এই মত যে, বীর্যরস লেগে যাওয়া স্থান ধুয়ে নিবে এবং নামাযের উযুর ন্যায় উযু করবে।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «إِنِّي لأَجِدُهُ يَتَحَدَّرُ مِنِّي مِثْلَ الْخُرَيْزَةِ، فَإِذَا وَجَدَ أَحَدُكُمْ ذَلِكَ، فَلْيَغْسِلْ فَرْجَهُ وَلْيَتَوَضَّأْ وُضُوءَهُ لِلصَّلاةِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ: يَغْسِلُ مَوْضِعَ الْمَذْيِ، وَيَتَوَضَّأُ وُضُوءَهُ لِلصَّلاةِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪০
বীর্যরস বের হলে উযু নষ্ট হয়ে যায়
৪০। আস-সালত ইবনে যুবায়েদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি সুলায়মান ইবনে ইয়াসার (রাহঃ)-কে জিজ্ঞেস করলেন, তিনি কাপড়ে ভিজা (বীর্যরস) অনুভব করেন। তিনি বলেন, তোমার কাপড়ের ঐ অংশ পানি দিয়ে ধুয়ে নাও এবং এর প্রতি আর ভ্রুক্ষেপ করো না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। যখন অধিকাংশ সময় মানুষের এই অবস্থা হয় এবং শয়তান বারবার সন্দেহ সৃষ্টি করে তখন সেদিকে ভ্রুক্ষেপ করাই উচিৎ নয়। ইমাম আবু হানীফা (রাহঃ)-এর মতও তাই ।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا الصَّلْتُ بْنُ زُيَيْدٍ، " أَنَّهُ سَأَلَ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ عَنْ بَلَلٍ يَجِدُهُ فَقَالَ: انْضَحْ مَا تَحْتَ ثَوْبِكَ وَالْهَ عَنْهُ "، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، إِذَا كَثُرَ ذَلِكَ مِنَ الإِنْسَانِ، وَأَدْخَلَ الشَّيْطَانُ عَلَيْهِ فِي الشَّكِّ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান