আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
موطأ الإمام مالك برواية الإمام محمد بن الحسن الشيباني
১- পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৩২
- পবিত্রতা অর্জনের অধ্যায়
নাক দিয়ে রক্ত বের হলে উযু করা
৩২। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। নামাযরত অবস্থায় যদি তার নাক দিয়ে রক্ত বের হতো, তবে তিনি উযু করার জন্য চলে যেতেন, কোন কথা বলতেন না, অতঃপর ফিরে এসে অবশিষ্ট নামায শেষ করতেন।*
* নামাযের মধ্যে উযু ছুটে গেলে নামায থেকে বের হয়ে গিয়ে উযু করতে হবে। অতঃপর ইচ্ছা করলে গোটা নামাযই পুনরায় পড়া যায় অথবা ইচ্ছা করলে অবশিষ্ট নামাযও পড়া যায় । কিন্তু মাঝখানে কথা বললে গোটা নামাযই পুনর্বার পড়তে হবে। কেননা কথা নামাযকে নষ্ট করে দেয় (অনুবাদক)।
* নামাযের মধ্যে উযু ছুটে গেলে নামায থেকে বের হয়ে গিয়ে উযু করতে হবে। অতঃপর ইচ্ছা করলে গোটা নামাযই পুনরায় পড়া যায় অথবা ইচ্ছা করলে অবশিষ্ট নামাযও পড়া যায় । কিন্তু মাঝখানে কথা বললে গোটা নামাযই পুনর্বার পড়তে হবে। কেননা কথা নামাযকে নষ্ট করে দেয় (অনুবাদক)।
أبواب الطهارة
بَابُ: الْوُضُوءِ مِنَ الرُّعَافِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ: «أَنَّهُ كَانَ إِذَا رَعَفَ رَجَعَ، فتَوَضَّأَ وَلَمْ يَتَكَلَّمْ، ثُمَّ رَجَعَ فَبَنَى عَلَى مَا صَلَّى»
তাহকীক:
হাদীস নং: ৩৩
- পবিত্রতা অর্জনের অধ্যায়
নাক দিয়ে রক্ত বের হলে উযু করা
৩৩। ইয়াযীদ ইবনে আব্দুল্লাহ ইবনে কুসাইত (রাহঃ) দেখলেন, নামাযরত অবস্থায় সাঈদ ইবনুল মুসাইয়্যাবের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। অতএব তিনি রাসূলুল্লাহ ﷺ -এর স্ত্রী উম্মে সালামা (রাযিঃ)-র ঘরে আসলেন। তাকে উযুর পানি দেয়া হলো। তিনি উযু করলেন, অতঃপর ফিরে গিয়ে অবশিষ্ট নামায সমাপ্ত করলেন।
أبواب الطهارة
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، «أَنَّهُ رَأَى سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ رَعَفَ وَهُوَ يُصَلِّي، فَأَتَى حُجْرَةَ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُتِيَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ، ثُمَّ رَجَعَ فَبَنَى عَلَى مَا قَدْ صَلَّى» .
তাহকীক:
হাদীস নং: ৩৪
- পবিত্রতা অর্জনের অধ্যায়
নাক দিয়ে রক্ত বের হলে উযু করা
৩৪। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। তাকে জিজ্ঞেস করা হলো, যার নাক দিয়ে অধিক পরিমাণে রক্ত ঝরে সে কিভাবে নামায পড়বে? তিনি বলেন, সে মাথার ইশারায় নামায পড়বে।*
* রুকু-সিজদায় মাথা নিচু করাতে নাক দিয়ে রক্ত বের হলে ইশারায় রুকু-সিজদা করতে হবে (অনুবাদক)।
* রুকু-সিজদায় মাথা নিচু করাতে নাক দিয়ে রক্ত বের হলে ইশারায় রুকু-সিজদা করতে হবে (অনুবাদক)।
أبواب الطهارة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، " أَنَّهُ سُئِلَ عَنِ الَّذِي يَرْعُفُ فَيَكْثُرُ عَلَيْهِ الدَّمُ كَيْفَ يُصَلِّي؟ قَالَ: يُومِئُ إِيمَاءً بِرَأْسِهِ فِي الصَّلاةِ «.
তাহকীক: