আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৮২ টি

হাদীস নং: ৩২৯৪
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ আহারের পূর্বে ও পরে হাত ধোয়ার প্রতি অনুপ্রেরণা এবং হাতে খানার ঘ্রাণ না ধুয়ে ঘুমিয়ে পাড়ার প্রতি ভীতি প্রদর্শন
৩২৯৪. হযরত ইবনে আব্বাস (র) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: যে ব্যক্তি হাতে গোশতের ঘ্রাণ অথবা ঝোল থাকা অবস্থায় রাত কাটায় এবং এজন্য তার উপর কোন বিপদ পতিত হয়, তবে সে যেন কেবল নিজকেই
ভর্ৎসনা করে।
(বাযযার, তাবারানী বিভিন্ন সনদে বর্ণনা করেছেন। উল্লিখিত সূত্রসমূহের মধ্যে যুবায়র ইবনে বাক্কার ব্যতীত অন্যান্য বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ। ইমাম তাবারানী (র) বলেনঃ উক্ত হাদীসটি একক সনদসূত্রে বর্ণিত হলেও তাতে ক্ষতি নেই। কেননা, বর্ণনাকারী একজন বিশ্বস্ত মুহাদ্দিস।)
كتاب الطعام
التَّرْغِيب فِي غسل الْيَد قبل الطَّعَام إِن صَحَّ الْخَبَر وَبعده والترهيب أَن ينَام وَفِي يَده ريح الطَّعَام لَا يغسلهَا
3294- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من بَات وَفِي يَده ريح غمر فَأَصَابَهُ شَيْء فَلَا يَلُومن إِلَّا نَفسه

رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ بأسانيد رجال أَحدهَا رجال الصَّحِيح إِلَّا الزبير بن بكار وَقد تفرد بِهِ كَمَا قَالَ الطَّبَرَانِيّ وَلَا يضر تفرده فَإِنَّهُ ثِقَة إِمَام
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৯৫
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ আহারের পূর্বে ও পরে হাত ধোয়ার প্রতি অনুপ্রেরণা এবং হাতে খানার ঘ্রাণ না ধুয়ে ঘুমিয়ে পাড়ার প্রতি ভীতি প্রদর্শন
৩২৯৫. হযরত আবু সাঈদ খুদরী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যে ব্যক্তি হাতে গোশতের ঘ্রাণ অথব ঝোল থাকা অবস্থায় রাত কাটায় এবং এজন্য যদি তার কুষ্ঠরোগ হয়, তবে সে যেন নিজকেই ভর্ৎসনা করে।
তাবারানী উত্তম সনদে বর্ণনা করেন।
كتاب الطعام
التَّرْغِيب فِي غسل الْيَد قبل الطَّعَام إِن صَحَّ الْخَبَر وَبعده والترهيب أَن ينَام وَفِي يَده ريح الطَّعَام لَا يغسلهَا
3295- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من بَات وَفِي يَده ريح غمر فَأَصَابَهُ وضح فَلَا يَلُومن إِلَّا نَفسه

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
الوضح بِفَتْح الْوَاو وَالضَّاد الْمُعْجَمَة جَمِيعًا بعدهمَا حاء مُهْملَة وَالْمرَاد بِهِ هُنَا البرص
tahqiq

তাহকীক: