মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১৭. ক্রয়-বিক্রয়ের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৩০
ছয় বস্তুর মধ্যে অতিরিক্ত গ্রহণ করা সুদ
হাদীস নং- ৩৩০
হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন : স্বর্ণ স্বর্ণের পরিবর্তে সমান সমান হলে জায়েয়, অতিরিক্ত হলো সুদ। রূপা রূপার পরিবর্তে ওজনে সমান সমান হলে জায়েয হবে, অতিরিক্ত হলে সুদ। খেজুর খেজুরের সমান সমান হলে জায়েয,অতিরিক্ত হলে সুদ হবে। যব বা বার্লি যবের সমান হলে জায়েয , অতিরিক্ত হলে সুদ হবে।
অন্য এক রেওয়ায়েতে বর্ণিত আছে, স্বর্ণ-স্বর্ণের সমান ওজনে ও হাতে হাতে, এর অতিরিক্ত হলো সুদ, গম গমের সমান ওজনে ও হাতে হাতে এবং অতিরিক্ত হলো সুদ, খেজুর খেজুরের সমান ও লবণ লবণের সমান ওজনে, এর অতিরিক্ত হলো সুদ।
হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন : স্বর্ণ স্বর্ণের পরিবর্তে সমান সমান হলে জায়েয়, অতিরিক্ত হলো সুদ। রূপা রূপার পরিবর্তে ওজনে সমান সমান হলে জায়েয হবে, অতিরিক্ত হলে সুদ। খেজুর খেজুরের সমান সমান হলে জায়েয,অতিরিক্ত হলে সুদ হবে। যব বা বার্লি যবের সমান হলে জায়েয , অতিরিক্ত হলে সুদ হবে।
অন্য এক রেওয়ায়েতে বর্ণিত আছে, স্বর্ণ-স্বর্ণের সমান ওজনে ও হাতে হাতে, এর অতিরিক্ত হলো সুদ, গম গমের সমান ওজনে ও হাতে হাতে এবং অতিরিক্ত হলো সুদ, খেজুর খেজুরের সমান ও লবণ লবণের সমান ওজনে, এর অতিরিক্ত হলো সুদ।
عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الذَّهَبُ بِالذَّهَبِ مِثْلًا بِمِثْلٍ، وَالْفَضْلُ رِبًا، وَالْفِضَّةُ بِالْفِضَّةِ وَزْنًا بِوَزْنٍ، وَالْفَضْلُ رِبًا، وَالتَّمْرُ بِالتَّمْرِ مِثْلًا بِمِثْلٍ، وَالْفَضْلُ رِبًا، وَالشَّعِيرُ بِالشَّعِيرِ مِثْلًا بِمِثْلٍ، وَالْفَضْلُ رِبًا، وَالْمِلْحُ بِالْمِلْحِ مِثْلًا بِمِثْلٍ، وَالْفَضْلُ رِبًا» ، وَفِي رِوَايَةٍ: «الذَّهَبُ بِالذَّهَبِ وَزْنًا بِوَزْنٍ يَدًا بِيَدٍ، وَالْفَضْلُ رِبًا، وَالْحِنْطَةُ بِالْحِنْطَةِ كَيْلًا بِكَيْلٍ يَدًا بِيَدٍ، وَالْفَضْلُ رِبًا، وَالتَّمْرُ بِالتَّمْرِ، وَالْمِلْحُ بِالْمِلْحِ كَيْلًا بِكَيْلٍ، وَالْفَضْلُ رِبًا»