মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

১৫. শরীআতের দন্ড বিধি অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩১৭
যিম্মী হত্যার কারণে মুসলমান থেকে কিসাস নেয়া হবে।
হাদীস নং- ৩১৭

ইবনুল বায়লামানী থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) একজন মুসলমানকে জনৈক কাফির যিম্মীর (معاهد) পরিবর্তে হত্যা করেছেন এবং বলেছেন : যিম্মাদারী পুরণকারীদের মধ্যে আমি যিম্মা পূরণের ব্যাপারে অধিক হকদার।
عَنْ رَبِيعَةَ، عَنِ الْبَيْلَمَانِيِّ، قَالَ: قَتَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْلِمًا بِمُعَاهَدٍ، فَقَالَ: «أَنَا أَحَقُّ مَنْ وَفَّى بِذِمَّتِهِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা