মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১২. খোরপোষের বিবরণ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং : ২৯৪
তিন তালাক প্রদত্ত নারীর জন্য বাসস্থান ও খোরপোষ
হাদীস নং- ২৯৪
হযরত উমর (রাযিঃ) বলেন, একজন মহিলার বর্ণনার কারণে আমরা আমাদের প্রতিপালকের কিতাব (কুরআন) এবং আমাদের নবী হযরত হযরত মুহাম্মাদ (ﷺ)-এর সুন্নত ত্যাগ করব না। কেননা আমরা জানি না যে, এ মহিলা সত্য বলছে, না মিথ্যা বলছে। তিন তালাক প্রদত্ত মহিলার জন্য বাসস্থান ও খোরপোষের ব্যবস্থা থাকবে।
হযরত উমর (রাযিঃ) বলেন, একজন মহিলার বর্ণনার কারণে আমরা আমাদের প্রতিপালকের কিতাব (কুরআন) এবং আমাদের নবী হযরত হযরত মুহাম্মাদ (ﷺ)-এর সুন্নত ত্যাগ করব না। কেননা আমরা জানি না যে, এ মহিলা সত্য বলছে, না মিথ্যা বলছে। তিন তালাক প্রদত্ত মহিলার জন্য বাসস্থান ও খোরপোষের ব্যবস্থা থাকবে।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ: «لَا تَدَعْ كِتَابَ رَبِّنَا وَسُنَّةَ نَبِيِّنَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَوْلِ امْرَأَةٍ، لَا نَدْرِي صَدَقَتْ أَمْ كَذَبَتْ؟ الْمُطَلَّقَةُ ثَلَاثًا لَهَا السُّكْنَى وَالنَّفَقَةُ»