মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১১. ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৯৯
খুলার বর্ণনা
হাদীস নং- ২৯৯
হযরত আইয়ূব সাখতিয়ানী (রাহঃ) থেকে বর্ণিত, সাবিত ইব্ন কায়েস-এর স্ত্রী রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গমন করে আরয করল, না আমি সাবিতের সাথে অবস্থান করতে পারছি এবং না সাবিত আমার সাথে জীবন অতিবাহিত করতে পারছে (বরং এটা আমাদের মধ্যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে)। তিনি বললেন: তুমি কি তোমার স্বামী থেকে খুলার (তালাক) কামনা করছ। তাহলে (মাহর হিসেবে প্রাপ্ত) বাগান তাকে ফিরিয়ে দিতে সম্মত আছ? তখন ঐ মহিলা বলল, হ্যাঁ! আমি আরো বেশী দেব। নবী করীম (ﷺ) বললেন: না, অতিরিক্ত দেবার প্রয়োজন নেই।
হযরত আইয়ূব সাখতিয়ানী (রাহঃ) থেকে বর্ণিত, সাবিত ইব্ন কায়েস-এর স্ত্রী রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গমন করে আরয করল, না আমি সাবিতের সাথে অবস্থান করতে পারছি এবং না সাবিত আমার সাথে জীবন অতিবাহিত করতে পারছে (বরং এটা আমাদের মধ্যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে)। তিনি বললেন: তুমি কি তোমার স্বামী থেকে খুলার (তালাক) কামনা করছ। তাহলে (মাহর হিসেবে প্রাপ্ত) বাগান তাকে ফিরিয়ে দিতে সম্মত আছ? তখন ঐ মহিলা বলল, হ্যাঁ! আমি আরো বেশী দেব। নবী করীম (ﷺ) বললেন: না, অতিরিক্ত দেবার প্রয়োজন নেই।
عَنْ أَيُّوبَ السِّخْتِيَانِيِّ، أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: لَا أَنَا وَلَا ثَابِتٌ، فَقَالَ: " أَتَخْتَلِعِينَ مِنْهُ بِحَدِيقَتِهِ؟ فَقَالَتْ: نَعَمْ، وَأَزِيدُ.
قَالَ: أَمَّا الزِّيَادَةُ فَلَا "
قَالَ: أَمَّا الزِّيَادَةُ فَلَا "