মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

১১. ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৮৯
তালাককে খেলার বস্তু বানানো হারাম
হাদীস নং- ২৮৯

হযরত আবু মুসা আশআরী (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষের কি হয়েছে যে, তারা আল্লাহ তা'আলার বিধানকে নিয়ে খেল-তামাশা করছে । তারা (এইমাত্র) বলে, আমি তোমাকে (স্বীয় স্ত্রীকে) তালাক দিলাম। পরক্ষণেই বলে, আমি তোমাকে ফিরিয়ে নিলাম।
عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا بَالُ قَوْمٍ يَلْعَبُونَ بِحُدُودِ اللَّهِ؟ ! فَقَالَ: وَيَقُولُونَ: قَدْ طَلَّقْتُكِ، قَدْ رَاجَعْتُكِ "