মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১১. ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
হাদীস নং: ২৮৯
তালাককে খেলার বস্তু বানানো হারাম
হাদীস নং- ২৮৯
হযরত আবু মুসা আশআরী (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষের কি হয়েছে যে, তারা আল্লাহ তা'আলার বিধানকে নিয়ে খেল-তামাশা করছে । তারা (এইমাত্র) বলে, আমি তোমাকে (স্বীয় স্ত্রীকে) তালাক দিলাম। পরক্ষণেই বলে, আমি তোমাকে ফিরিয়ে নিলাম।
হযরত আবু মুসা আশআরী (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষের কি হয়েছে যে, তারা আল্লাহ তা'আলার বিধানকে নিয়ে খেল-তামাশা করছে । তারা (এইমাত্র) বলে, আমি তোমাকে (স্বীয় স্ত্রীকে) তালাক দিলাম। পরক্ষণেই বলে, আমি তোমাকে ফিরিয়ে নিলাম।
عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا بَالُ قَوْمٍ يَلْعَبُونَ بِحُدُودِ اللَّهِ؟ ! فَقَالَ: وَيَقُولُونَ: قَدْ طَلَّقْتُكِ، قَدْ رَاجَعْتُكِ "
হাদীসের ব্যাখ্যা:
নারীদেরকে হেয় বা বিপদগ্রস্থ করার একটি পদ্ধতি এই ছিল যে, পুরুষ তার স্ত্রীকে তালাক দেয়ার পর ইদ্দতের মধ্যেই ফিরিয়ে নিত। অতঃপর তালাক দিয়ে পুনঃ ফিরিয়ে নিত। দীর্ঘ দিন পর্যন্ত অসহায় নারীদের উপর এভাবে নির্যাতন করত। সুতরাং এ ব্যাপারে শরীয়ত নিষেধাজ্ঞা জারী করে এবং الطَّلَاقُ مَرَّتَانِ (তালাক দু'বার) বলে তালাকের নীতিমালা ঘোষণা করে এ অপকর্ম থেকে বাধা প্রদান করে। চূড়ান্তভাবে এ ঘোষণা করা হয়েছে যে, تِلْكَ حُدُودُ اللَّهِ (এটা আল্লাহর বিধানই) কাজেই فَلَا تَعْتَدُوهَا (সীমাতিক্রম করো না)।


বর্ণনাকারী: