মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৯৬
কবর যিয়ারত এবং কবরবাসীদের প্রতি সালাম দেয়ার বর্ণনা
১৯৬। হযরত বুরায়দা (রাযিঃ) হুযূর (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন যে, আমি প্রথম তোমাদেরকে কবর যিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম। এখন থেকে তোমরা যিয়ারত করতে থাক। কিন্তু মুখে শরীয়ত বিরোধী কোন কথা উচ্চারণ করবে না।
عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، وَحَمَّادٍ، أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " كُنْتُ نَهَيْتُكُمْ عَنِ الْقُبُورِ أَنْ تَزُورُوهَا، فَزُورُوهَا وَلَا تَقُولُوا: هَجْرًا
হাদীস নং:১৯৭
কবর যিয়ারত এবং কবরবাসীদের প্রতি সালাম দেয়ার বর্ণনা
১৯৭।হযরত বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত করীম যখন কোন কবরস্থানে গমন করতেন তখন তিনি (কবরবাসীর উদ্দেশ্যে) এই দু'আ পাঠ করতেনঃ السلام على اهل الديارمن المسلمين و انا ان شاء الله بكم لاحقون نسأل الله ولكم العافية
হে কবরবাসী মুসলমানগণ। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক।আমরাও ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব। আমরা নিজেদের এবং তোমাদের জন্য আল্লাহর নিকট নিরাপত্তা ও শান্তির দুআ করছি।”
হে কবরবাসী মুসলমানগণ। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক।আমরাও ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব। আমরা নিজেদের এবং তোমাদের জন্য আল্লাহর নিকট নিরাপত্তা ও শান্তির দুআ করছি।”
عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إذَا خَرَجَ إِلَى الْمَقَابِرِ، قَالَ: «السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ، نَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ»