মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৮২
কা'বা ঘরে দু'রাকাআত সুন্নত পড়া সম্পর্কে
১৮২। হযরত ইবনে উমর (রাযিঃ) বলেন: আমি হযরত বিলাল (রাযিঃ)-এর নিকট জানতে চাই যে, (মক্কা বিজয়ের দিন) রাসূলুল্লাহ্ (ﷺ) কা'বা ঘরে কোথায় এবং কত রাকাআত নামায আদায় করেছেন? তিনি বলেনঃ দরওয়াজার নিকট এই দু'টি স্তম্ভের নিকট দু'রাকাআত নামায পড়েছেন। ঐ সময় কা'বা ঘরে ছ'টি স্তম্ভ ছিল।
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: سَأَلْتُ بِلَالًا، أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكَعْبَةِ؟ وَكَمْ صَلَّى؟ قَالَ: «صَلَّى رَكْعَتَيْنِ مِمَّا يَلِي الْعَمُودَيْنِ اللَّتَيْنِ تَلِيَانِ بَابَ الْكَعْبَةِ، وَالْبَيْتُ إذَ ذَاكَ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ»
হাদীস নং:১৮৩
কা'বা ঘরে দু'রাকাআত সুন্নত পড়া সম্পর্কে
১৮৩। হযরত ইবনে উমর (রাযিঃ)-এর নিকট কোন এক ব্যক্তি জিজ্ঞাসা করেন যে, নবী করীম (ﷺ) যখন কা'বা শরীফে প্রবেশ করেন, তখন তিনি কোথায় এবং কত রাকাআত নামায় আদায় করেছেন? তিনি এর উত্তরে বলেছেন: হুযূর (ﷺ) কাবা ঘরে চার রাকাআত নামায আদায় করেছেন। ঐ লোকটি তখন বললেন, আমাকে উক্ত স্থানটি একটু দেখিয়ে দিন। তখন হযরত ইবনে উমর (রাযিঃ) স্বীয় পুত্রকে (ঐ স্থান দেখাবার জন্য) তাঁর সাথে প্রেরণ করেন। অতঃপর তারা খেজুরের শাখা বরাবর মধ্যবর্তী স্তম্ভ পর্যন্ত গমন করেন।
অন্য এক রিওয়ায়েতে বর্ণিত আছে, হযরত ইবনে উমর (রাযিঃ) বলেনঃ নবী করীম (ﷺ) কা'বা ঘরে চার রাকাআত নামায আদায় করেন। তখন আমি (হাদীস বর্ণনাকারী হযরত সাঈদ ইবনে যুবায়র (রাযিঃ)] বললাম, আমাকে ঐ স্থানটি একটু দেখিয়ে দিন, যেখানে হুযূর (ﷺ) নামায আদায় করেছেন। তখন তিনি স্বীয় পুত্রকে আমার সাথে প্রেরণ করেন। তিনি আমাকে ঐ মধ্যবর্তী স্তম্ভ দেখালেন যা খেজুরের শাখার নীচে অবস্থিত।
অন্য এক রিওয়ায়েতে বর্ণিত আছে, হযরত ইবনে উমর (রাযিঃ) বলেনঃ নবী করীম (ﷺ) কা'বা ঘরে চার রাকাআত নামায আদায় করেন। তখন আমি (হাদীস বর্ণনাকারী হযরত সাঈদ ইবনে যুবায়র (রাযিঃ)] বললাম, আমাকে ঐ স্থানটি একটু দেখিয়ে দিন, যেখানে হুযূর (ﷺ) নামায আদায় করেছেন। তখন তিনি স্বীয় পুত্রকে আমার সাথে প্রেরণ করেন। তিনি আমাকে ঐ মধ্যবর্তী স্তম্ভ দেখালেন যা খেজুরের শাখার নীচে অবস্থিত।
عَنْ حَمَّادٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَجُلًا سَأَلَهُ عَنْ صَلَاةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكَعْبَةِ يَوْمَ دَخَلَهَا.
فَقَالَ: " صَلَّى فِي الْكَعْبَةِ أَرْبَعَ رَكَعَاتٍ، فَقَالَ لَهُ: أَرِنِي الْمَكَانَ الَّذِي صَلَّى فِيهِ، قَالَ: فَبَعَثَ مَعَهُ ابْنَهُ، ثُمَّ ذَهَبَ تَحْتَ الأُسْطُوَانَةِ بِحِيَالِ الْجِذْعَةِ "، وَفِي رِوَايَةٍ: أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: " صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكَعْبَةِ أَرْبَعَ رَكَعَاتٍ.
قُلْتُ لَهُ: أَرِنِي الْمَكَانَ الَّذِي صَلَّى فِيهِ، فَبَعَثَ مَعَهُ ابْنَهُ، فَأَرَانِي الْأُسْطُوَانَةَ الْوُسْطَى تَحْتَ الْجِذْعَةِ
فَقَالَ: " صَلَّى فِي الْكَعْبَةِ أَرْبَعَ رَكَعَاتٍ، فَقَالَ لَهُ: أَرِنِي الْمَكَانَ الَّذِي صَلَّى فِيهِ، قَالَ: فَبَعَثَ مَعَهُ ابْنَهُ، ثُمَّ ذَهَبَ تَحْتَ الأُسْطُوَانَةِ بِحِيَالِ الْجِذْعَةِ "، وَفِي رِوَايَةٍ: أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: " صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكَعْبَةِ أَرْبَعَ رَكَعَاتٍ.
قُلْتُ لَهُ: أَرِنِي الْمَكَانَ الَّذِي صَلَّى فِيهِ، فَبَعَثَ مَعَهُ ابْنَهُ، فَأَرَانِي الْأُسْطُوَانَةَ الْوُسْطَى تَحْتَ الْجِذْعَةِ