মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭৮
যে ব্যক্তি মসজিদে ইশার পর চার রাকাআত নামায আদায় করে
১৭৮। হযরত ইবনে উমর (রাযিঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ইশার নামাযের পর মসজিদ থেকে বের হওয়ার পূর্বে চার রাকাআত (নফল) আদায় করে, তার এই নামায শবে কদরের একই সমান রাকাআতের সমপরিমাণ হবে (অর্থাৎ তিনি যেন শবে কদরে চার রাকাআত নফল আদায় করলেন)।
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى بَعْدَ الْعِشَاءِ أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ أَنْ يَخْرُجَ مِنَ الْمَسْجِدِ عَدَلْنَ مِثْلَهُنَّ مِنْ لَيْلَةِ الْقَدْرِ»
হাদীস নং:১৭৯
যে ব্যক্তি মসজিদে ইশার পর চার রাকাআত নামায আদায় করে
১৭৯। হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন যে ব্যক্তি ইশার নামাযের পর চার রাকাআত নামায আদায় করবে (কিন্তু দু'রাকাআতের) মধ্যে সালাম ফিরাবে না (এবং এভাবে নামায আদায় করবে যে,) প্রথম রাকাআতে সূরায়ে ফাতিহা এবং সূরায়ে তানযীল পাঠ করবে, দ্বিতীয় রাকাআতে সূরায়ে ফাতিহা এবং সূরায়ে হামীম দুখান, তৃতীয় রাকাআতে সূরায়ে ফাতিহা এবং সুরায়ে ইয়াসীন ও চতুর্থ রাকাআতে সূরায়ে ফাতিহা এবং সূরায়ে মুলক পাঠ করবে, তা হলে তার জন্য শবে কদরে ইবাদতের সওয়াব লিখা হবে, তার শাফাআত গ্রহণ করা হবে তার ঘরের সবার জন্য যাদের উপর দোযগের আযাব ওয়াজি হয়ে গেছে।সে নিজেও কবরের আযাব থেকে মুক্তি লাভ করবে। এই হাদীস হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে মউকুফরূপে বর্ণিত আছে।
عَنْ مُحَارِبٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ صَلَّى أَرْبَعًا بَعْدَ الْعِشَاءِ، لَا يَفْصِلُ بَيْنَهُنَّ بِتَسْلِيمٍ، يَقْرَأُ فِي الْأُولَى: بِفَاتِحَةِ الْكِتَابِ، وَتَنْزِيلٌ السَّجْدَةُ، وَفِي الرَّكْعَةِ الثَّانِيَةِ: بِفَاتِحَةِ الْكِتَابِ وَحم الدُّخَانُ، وَفِي الرَّكْعَةِ الثَّالِثَةِ: بِتَبَارَكَ الْمَلِكُ، كُتِبَ لَهُ كَمَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ، وَشُفِّعَ فِي أَهْلِ بَيْتِهِ كُلِّهِمْ مِمَّنْ وَجَبَتْ لَهُ النَّارُ، وَأُجِيرَ مِنْ عَذَابِ الْقَبْرِ ".
وَرَوَى مَوْقُوفًا عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا