মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১১৩
নামায অধ্যায়
ফজর নামাযে দু'আয়ে কুনূত পাঠ করা সম্পর্কে
১১৩। হযরত ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, এক মাস ব্যতীত নবী করীম (ﷺ) কখনো ফজর নামাযে দু'আয়ে কুনূত পাঠ করেননি। এর পূর্বে বা পরে কখনো তা পাঠ করতে দেখা যায়নি। তিনি (এই দু'আয়ে কুনূতে) কয়েকজন মুশরিকের বিরুদ্ধে বদদু'আ করেছেন।
كتاب الصلاة
عَنْ حَمَّادٍ، عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَقْنُتْ فِي الْفَجْرِ إِلَّا شَهْرًا وَاحِدًا، لَمْ يُرَ قَبْلَ ذَلِكَ، وَلَا بَعْدَهُ يَدْعُو عَلَى أُنَاسٍ مِنَ الْمُشْرِكِينَ»