মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৪. নামায অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮১
নামায অধ্যায়
৮১। হযরত আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, একবার হযরত আবু যর (রাযিঃ) নামায আদায় করেন এবং তা সংক্ষিপ্ত করেন (অর্থাৎ কয়েক রাকআত নামায আদায় করেন যার কিয়াম সংক্ষিপ্ত করেন) । কিন্তু অধিক পরিমাণে রুকু-সিজদা করেন। যখন নামায শেষে ফিরে আসেন তখন এক ব্যক্তি তাঁকে বলল, আপনি রাসূলুল্লাহ (ﷺ)-এর একজন সাহাবী। কিন্তু এভাবে নামায আদায় করেন ? আবু যর (রাযিঃ) বলেন, আমি হুযূর (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি সিজদা করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি দরজা বুলন্দ করবেন ( করবেন)। সুতরাং আমার এ বিষয়টি পছন্দ হল যে, আমার কয়েকটি দরজা বৃদ্ধি হোক।
ইবরাহীম নখঈ (রাহঃ) থেকে অপর একটি রিওয়ায়েতে আছে যে, রাবাহ নামক স্থানে। যর (রাযিঃ)-এর নিকট দিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন। তিনি সংক্ষিপ্তভাবে নামায আদায় করছিলেন এবং অধিক পরিমাণে রুকু-সিজদা করেছেন (অর্থৎ রাকআতসমূহের মধ্যে কম সময় ব্যয় করেছেন কিন্তু তা ছিল অধিক সংখ্যক)। যখন তিনি সালাম ফিরালেন তখন লোকটি বলল, রাসূলুল্লাহ (ﷺ)-এর একজন সাহাবী অথচ এমনভাবে নামায আদায় করেন ? তখন আবু যর (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, যে আল্লাহর জন্য একটি সিজদা করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি দরজা (মর্যাদা) বৃদ্ধি করবেন। তাই আমি নামাযে অধিক সিজদা করি (অর্থাৎ রাকআতের সংখ্যা বৃদ্ধি করেছি)।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ صَلَّى صَلَاةً فَخَفَّفَهَا، وَأَكْثَرَ الرُّكُوعَ وَالسُّجُودَ، فَلَمَّا انْصَرَفَ، قَالَ لَهُ رَجُلٌ: أَنْتَ صَاحِبُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتُصَلِّي هَذِهِ الصَّلَاةَ؟ فَقَالَ أَبُو ذَرٍّ: أَلَمْ أُتِمَّ الرُّكُوعَ وَالسُّجُودَ؟ قَالَ: بَلَى، قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ سَجَدَ لِلَّهِ سَجْدَةً رُفِعَ بِهَا دَرَجَةً فِي الْجَنَّةِ» ، فَأَحْبَبْتُ أَنْ تُؤْتَى دَرَجَاتٌ، أَوْ تُكْتَبُ لِي دَرَجَاتٌ، وَفِي رِوَايَةٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ مَنْ حَدَّثَهُ: أَنَّهُ مَرَّ بِأَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ بِالْرَبْذَةِ، وَهُوَ يُصَلِّي صَلَاةً خَفِيفَةً، يُكْثِرُ فِيهَا الرُّكُوعَ وَالسُّجُودَ، فَلَمَّا سَلَّمَ أَبُو ذَرٍّ، قَالَ لَهُ الرَّجُلُ: تُصَلِّي هَذِهِ الصَّلَاةَ، وَقَدْ صَحِبْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ ! فَقَالَ أَبُو ذَرٍّ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ سَجَدَ لِلَّهِ سَجْدَةً رَفَعَهُ اللَّهُ تَعَالَى بِهَا دَرَجَةً فِي الْجَنَّةِ» .
فَلِذَلِكَ أُكْثِرُ فِيهَا السُّجُودَ