মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৩. পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৫
মাসেহ করার সময় নির্ধারিত করা
৬৫। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-কে সফরে মোযার উপর মাসেহ করতে দেখেছি। কিন্তু তিনি এর সময় সীমা নির্ধারণ করেননি।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ فِي السَّفَرِ، وَلَمْ يُوَقِّتْهُ»
হাদীস নং:৬৬
মাসেহ করার সময় নির্ধারিত করা
৬৬। হযরত খায়মা ইবনে সাবিত (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ মোযার উপর মাসেহ মুকীমের জন্য একদিন একরাত এবং মুসাফিরের জন্য তিনদিন তিনরাত সময়-সীমা নির্ধারিত। যদি উযূ অবস্থায় মোযা পরিধান করে থাকে, তবে মোযা খোলার কোন প্রয়োজন নেই।
অন্য এক রিওয়ায়েতে আছে, মোযার উপর মাসেহকারী মুসাফিরের জন্য তিনদিন এবং মুকীমের জন্য একদিন ও একরাত, যদি সে ইচ্ছা করে। অবশ্য যদি সে মোযা পরিধানের পূর্বে উযূ করে থাকে।
অন্য এক রিওয়ায়েতে আছে, মোযার উপর মাসেহকারী মুসাফিরের জন্য তিনদিন এবং মুকীমের জন্য একদিন ও একরাত, যদি সে ইচ্ছা করে। অবশ্য যদি সে মোযা পরিধানের পূর্বে উযূ করে থাকে।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجَدَلِيِّ، عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ: «لِلْمُقِيمِ يَوْمًا وَلَيْلَةً، وَلِلْمُسَافِرِ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيهَا، لَا يَنْزِعُ خُفَّيْهِ إِذَا لَبِسَهُمَا وَهُوَ مُتَوَضِّئٌ» ، وَفِي رِوَايَةٍ: «الْمَسْحُ عَلَى الْخُفَّيْنِ لِلْمُسَافِرِ ثَلَاثَةَ أَيَّامٍ وَلِلْمُقِيمِ يَوْمًا وَلَيْلَةً، إِنْ شَاءَ إذَا تَوَضَّأَ قَبْلَ أَنْ يَلْبَسَهُمَا»
হাদীস নং:৬৭
মাসেহ করার সময় নির্ধারিত করা
৬৭। হযরত খুযায়মা ইবনে সাবিত (রাযিঃ) বলেন, মোযার উপর মাসেহ করার সময়সীমা সম্পর্কে নবী (ﷺ)-এর নিকট জিজ্ঞাসা করা হয়। তখন তিনি বলেনঃ মুসাফিরের জন্য তিনদিন তিনরাত এবং মুকীমের জন্য একদিন একরাত।
عَنْ سَعِيدٍ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْجَدَلِيِّ، عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ، قَالَ: «لِلْمُسَافِرِ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ، وَلِلْمُقِيمِ يَوْمًا وَلَيْلَةً»
হাদীস নং:৬৮
মাসেহ করার সময় নির্ধারিত করা
৬৮।হযরত আলী (রাযিঃ) নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেন যে, মুসাফির তিনদিন তিনরাত পর্যন্ত মোযার উপর মাসেহ করবে এবং মুকীম একদিন একরাত।
عَنِ الْحَكَمِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَمْسَحُ الْمُسَافِرُ عَلَى الْخُفَّيْنِ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ، وَالْمُقِيمُ يَوْمًا وَلَيْلَةً»