মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
১. ঈমান-আকাঈদ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৬
আমলের ব্যাপারে প্রেরণা ও উৎসাহ প্রদান
১৬। হযরত সা'দ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেছেন যে, এমন কোন মানুষ নেই যার শুরু ও শেষ পরিণতি এবং ইহকাল ও পরকালে সে যা কিছুর সম্মুখীন হবে, তা আল্লাহ তা'আলা লিপিবদ্ধ করে দেননি। একজন আনসারী আরয করল, হে আল্লাহর রাসূল! তাহলে আমল কিসের জন্য প্রয়োজন ? আঁ হযরত (ﷺ) বললেন, আমল কর। কেননা যাকে যে আমলের জন্য সৃষ্টি করা হয়েছে, তার জন্য সে কাজ করা সহজ করে দেয়া হয়। সুতরাং যিনি জান্নাতবাসী হবেন, তার জন্য জান্নাতবাসীদের আমল সহজ হবে এবং যে জাহান্নামী হবে, তার জন্য জাহান্নামীদের আমল সহজ হবে। তখন আনসারী বললেন, হ্যাঁ, এখন আমল করার কারণ অবগত হলাম।
عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رَفِيعٍ، عَنْ مُصْعَبٍ، عَنْ سَعْدٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " مَا مِنْ نَفْسٍ إِلَّا قَدْ كَتَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ مَدْخَلَهَا وَمَخْرَجَهَا وَمَا هِيَ لَاقِيَةٌ، قِيلَ: فَفِيمَ الْعَمَلُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «اعْمَلُوا، فُكُلٌّ مُيَسَّرٌ لِمَا خَلَقَ اللَّهُ، فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ يُيَسَّرُ لِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ يُيَسَّرُ لِعَمَلِ أَهْلِ النَّارِ» ، قَالَ الْأَنْصَارِيُّ: الْآنَ حَقَّ الْعَمَلُ
হাদীস নং:১৭
আমলের ব্যাপারে প্রেরণা ও উৎসাহ প্রদান
১৭। হযরত সা'আদ ইবনে আবী ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ প্রত্যেক মানুষের প্রারম্ভিক অবস্থা ও পরিণতি এবং যা কিছু সে পাবে, এ সমস্ত কিছু আল্লাহ্ লিপিবদ্ধ করে রেখেছেন। তখন একজন আনসারী আরয করলেন, হে আল্লাহর রাসূল! তাহলে আমলের কি প্রয়োজন? হযরত (ﷺ) বললেনঃ আমল করতে থাক। কেননা প্রত্যেক ব্যক্তির জন্য ঐ কাজ সহজ হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। পাপীদের জন্য পাপকাজ করা এবং নেককারদের জন্য নেককাজ করা সহজ হবে। তখন আনসারী বলেন, এবার আমল করার মূল উদ্দেশ্য সম্পর্কে অবগত হলাম।
অন্য এক রিওয়ায়েতে এভাবে বর্ণিত আছে যে, হুযূর (ﷺ) বলেছেনঃ আমল করতে থাক। কেননা যে জান্নাতবাসী হবে, তার জন্য জান্নাতের কাজ করা সহজ হবে এবং যে জাহান্নামী হবে, তার জাহান্নামের কাজ করা সহজ হবে। তখন আনসারী বলেন, এবার আমল করার মূল কারণ স্পষ্ট হয়ে গেল।
অন্য এক রিওয়ায়েতে এভাবে বর্ণিত আছে যে, হুযূর (ﷺ) বলেছেনঃ আমল করতে থাক। কেননা যে জান্নাতবাসী হবে, তার জন্য জান্নাতের কাজ করা সহজ হবে এবং যে জাহান্নামী হবে, তার জাহান্নামের কাজ করা সহজ হবে। তখন আনসারী বলেন, এবার আমল করার মূল কারণ স্পষ্ট হয়ে গেল।
عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا مِنْ نَفْسٍ إِلَّا وَقَدْ كَتَبَ اللَّهُ مَدْخَلَهَا وَمَخْرَجَهَا وَمَا هِيَ لَاقِيَةٌ.
فَقَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ: فَفِيمَ الْعَمَلُ إِذًا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: اعْمَلُوا، فَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ، أَمَّا أَهْلُ الشَّقَاوَةِ، فَيُيَسَّرُونَ لِعَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ، وَأَمَّا أَهْلُ السَّعَادَةِ، فَيُيَسَّرُونَ لِعَمَلِ أَهْلِ السَّعَادَةِ "، فَقَالَ الْأَنْصَارِيُّ: الْآنَ حَقَّ الْعَمَلُ.
وَفِي رِوَايَةٍ " اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ، مَنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ يُسِّرَ لِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ يُسِّرَ لِعَمَلِ أَهْلِهَا.
فَقَالَ الْأَنْصَارِيُّ: الْآنَ حَقَّ الْعَمَلُ
فَقَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ: فَفِيمَ الْعَمَلُ إِذًا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: اعْمَلُوا، فَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ، أَمَّا أَهْلُ الشَّقَاوَةِ، فَيُيَسَّرُونَ لِعَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ، وَأَمَّا أَهْلُ السَّعَادَةِ، فَيُيَسَّرُونَ لِعَمَلِ أَهْلِ السَّعَادَةِ "، فَقَالَ الْأَنْصَارِيُّ: الْآنَ حَقَّ الْعَمَلُ.
وَفِي رِوَايَةٍ " اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ، مَنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ يُسِّرَ لِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ يُسِّرَ لِعَمَلِ أَهْلِهَا.
فَقَالَ الْأَنْصَارِيُّ: الْآنَ حَقَّ الْعَمَلُ