আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫৭৮৭
আন্তর্জাতিক নং: ৬২২০
৩২৮৪. ঢিল ছোঁড়া থেকে নিষেধ করা।
৫৭৮৭। আদম (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মুগাফফাল মুযানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) ঢিল ছুড়তে নিষেধ করেছেন। আর বলেনঃ এটা কোন শিকার মারতে পারবে না এবং শত্রুকেও আহত করতে পারবে না, বরং এটা তো কারো চোখ ফুঁড়ে দিতে পারে, আবার কারো দাত ভেঙ্গে দিতে পারে।
باب النَّهْىِ عَنِ الْخَذْفِ
6220 - حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ عُقْبَةَ بْنَ صُهْبَانَ الأَزْدِيَّ يُحَدِّثُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ المُزَنِيِّ، قَالَ: نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الخَذْفِ، وَقَالَ: «إِنَّهُ لاَ يَقْتُلُ الصَّيْدَ، وَلاَ يَنْكَأُ العَدُوَّ، وَإِنَّهُ يَفْقَأُ العَيْنَ، وَيَكْسِرُ السِّنَّ»