আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫০৯৯
আন্তর্জাতিক নং: ৫৪৯৫
২৯০৯. ফড়িং খাওয়া
৫০৯৯। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... ইবনে আবু ‘আওফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা নবী করীম (ﷺ) -এর সঙ্গে সাতটি কিংবা ছয়টি যুদ্ধে অংশ গ্রহণ করি। আমরা তার সঙ্গে ফড়িংও খাই।
সুফিয়ান, আবু আওয়ানা ও ইসরাইল এরা আবু ইয়াফুর ইবনে ‘আওফার সূত্রে বর্ণনা করেছেন সাতটি যুদ্ধে।
সুফিয়ান, আবু আওয়ানা ও ইসরাইল এরা আবু ইয়াফুর ইবনে ‘আওফার সূত্রে বর্ণনা করেছেন সাতটি যুদ্ধে।
باب أَكْلِ الْجَرَادِ
5495 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي يَعْفُورٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «غَزَوْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعَ غَزَوَاتٍ أَوْ سِتًّا، كُنَّا نَأْكُلُ مَعَهُ الجَرَادَ» قَالَ سُفْيَانُ، وَأَبُو عَوَانَةَ، وَإِسْرَائِيلُ: عَنْ أَبِي يَعْفُورٍ، عَنْ ابْنِ أَبِي أَوْفَى: «سَبْعَ غَزَوَاتٍ»

তাহকীক: