আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৫১- কুরআনের তাফসীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪১৭৭
আন্তর্জাতিক নং: ৪৫৩৩
২২৯৫. আল্লাহর বাণীঃ তোমরা নামাযের প্রতি যত্নবান হবে বিশেষত মধ্যবর্তী নামাযের। (২ঃ ২৩৮)
৪১৭৭। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে নবী (ﷺ) বলেছেন, ভিন্ন সনদে আব্দুর রহমান ......... আলী (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী (ﷺ) বলেন, খন্দক যুদ্ধের দিন কাফিরগণ আমাদের মধ্যবর্তী নামায থেকে বিরত রাখে, এমনকি এ অবস্থায় সূর্য অস্তে চলে যায়। আল্লাহ তাদের কবর ও তাদের ঘরকে অথবা পেটকে আগুন দ্বারা পূর্ণ করুক। এখানে নবী (ﷺ) ঘর না পেট বলেছেন তাতে ইয়াহয়া রাবীর সন্দেহ রয়েছে।
باب حافظوا على الصلوات والصلاة الوسطى
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم. حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ هِشَامٌ حَدَّثَنَا قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ عَنْ عَبِيدَةَ عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ يَوْمَ الْخَنْدَقِ " حَبَسُونَا عَنْ صَلاَةِ الْوُسْطَى حَتَّى غَابَتِ الشَّمْسُ مَلأَ اللَّهُ قُبُورَهُمْ وَبُيُوتَهُمْ أَوْ أَجْوَافَهُمْ ـ شَكَّ يَحْيَى ـ نَارًا ".