আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৪৮- নবীগণের আঃ আলোচনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩১৮০
আন্তর্জাতিক নং: ৩৪২০
২০৩৫. দাউদ (আলাইহিস সালাম)- এর পদ্ধতিতে নামায আদায় এবং তার পদ্ধতিতে রোযা পালন আল্লাহর নিকট অধিক পছন্দনীয়। তিনি রাতের প্রথমার্ধে ঘুমাতেন, আর এক তৃতীয়াংশ দাঁড়িয়ে নামায আদায় করতেন এবং বাকী ষষ্টাংশ আবার ঘুমাতেন। তিনি একদিন রোযা পালন করতেন আর একদিন বিরতি দিতেন। আলী (ইবনে মাদীনী) (রাহঃ) বলেন, এটাই আয়িশা (রাযিঃ)- এর কথা যে, রাসূলুল্লাহ (ﷺ) সর্বদা সাহরীর সময় আমার কাছে নিদ্রায় থাকতেন।
৩১৮০। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেন, আল্লাহর নিকট অধিক পছন্দনীয় রোযা হল দাউদ (আলাইহিস সালাম)- এর পদ্ধতিতে রোযা পালন করা। তিনি একদিন রোযা পালন করতেন আর একদিন বিরতি দিতেন। আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নামায হল দাউদ (আলাইহিস সালাম)- এর পদ্ধতিতে (নফল) নামায আদায় করা। তিনি রাতের প্রথমার্ধে ঘুমাতেন, রাতের এক তৃতীয়াংশ দাঁড়িয়ে (নফল) নামায আদায় করতেন আর বাকী ষষ্টাংশ আবার ঘুমাতেন।
بَابُ أَحَبُّ الصَّلاَةِ إِلَى اللَّهِ صَلاَةُ دَاوُدَ وَأَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ دَاوُدَ، كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ وَيَقُومُ ثُلُثَهُ، وَيَنَامُ سُدُسَهُ، وَيَصُومُ يَوْمًا، وَيُفْطِرُ يَوْمًا. قَالَ عَلِيٌّ وَهْوَ قَوْلُ عَائِشَةَ مَا أَلْفَاهُ السَّحَرُ عِنْدِي إِلاَّ نَائِمًا
3420 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ دَاوُدَ، كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، وَأَحَبُّ الصَّلاَةِ إِلَى اللَّهِ صَلاَةُ دَاوُدَ، كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ وَيَقُومُ ثُلُثَهُ، وَيَنَامُ سُدُسَهُ»