আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩৪৫৫
আন্তর্জাতিক নং: ৩৭২২
২০৯৩. তালহা ইবনে উবাইদুল্লাহ (রাযিঃ)- এর মর্যাদা। উমর (রাযিঃ) বলেন, নবী কারীম (ﷺ) আমৃত্যু তার প্রতি সন্তুষ্টি ছিলেন
৩৪৫৫। মুহাম্মাদ ইবনে আবু বকর মুকাদ্দামী (রাহঃ) .... আবু উসমান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যেসব যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) স্বয়ং অংশগ্রহণ করেছিলেন, তার মধ্য থেকে এক যুদ্ধে (উহুদ) রাসূলুল্লাহ (ﷺ)- এর সঙ্গে কোন এক সময় তালহা ও সা‘দ (রাযিঃ) ব্যতীত অন্য কেউ ছিলেন না। আবু উসমান (রাযিঃ) তাঁদের উভয় থেকে এ হাদীস বর্ণনা করেছেন।
باب ذِكْرِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ وَقَالَ عُمَرُ تُوُفِّيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهْوَ عَنْهُ رَاضٍ
3722 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ المُقَدَّمِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ: «لَمْ يَبْقَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي بَعْضِ تِلْكَ الأَيَّامِ الَّتِي قَاتَلَ فِيهِنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» غَيْرُ طَلْحَةَ، وَسَعْدٍ عَنْ حَدِيثِهِمَا

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৩৪৫৬
আন্তর্জাতিক নং: ৩৭২৪
২০৯৩. তালহা ইবনে উবাইদুল্লাহ (রাযিঃ)- এর মর্যাদা।
৩৪৫৬। মুসাদ্দাদ (রাহঃ) .... কাইস ইবনে আবু হাযিম (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমি তালহা (রাযিঃ)- এর ঐ হাতকে অবশ অবস্থায় দেখেছি, যে হাত দিয়ে (উহুদ যুদ্ধে শত্রুদের আক্রমণ হতে) নবী কারীম (ﷺ)- কে হিফাযত করেছিলেন।
باب ذِكْرِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ
3724 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، قَالَ: «رَأَيْتُ يَدَ طَلْحَةَ الَّتِي وَقَى بِهَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ شَلَّتْ»

তাহকীক:

বর্ণনাকারী: