আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

২৪- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮৬১
আন্তর্জাতিক নং: ১৯৮৪
১২৪৫. জুমআর দিনে রোযা পালন করা। যদি জুমআর দিন রোযা পালনরত অবস্থায় ভোর হয়, তবে তার উচিত রোযা ছেড়ে দেওয়া। অর্থাৎ যদি এর আগের দিনে রোযা পালন না করে থাকে এবং পরের দিনে রোযা পালনের ইচ্ছা না থাকে।
১৮৬১। আবু আসিম (রাহঃ) ......... মুহাম্মাদ ইবনে আব্বাদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম যে, নবী (ﷺ) কি জুমআর দিনে (নফল) রোযা পালন করতে নিষেধ করেছেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ। আবু আসিম (রাহঃ) ব্যতীত অন্যরা অতিরিক্ত বর্ণনা করেছেন যে, পৃথকভাবে জুমআর দিনের রোযা পালন (কে নিষেধ করেছেন )।
بَابُ صَوْمِ يَوْمِ الْجُمُعَةِ، فَإِذَا أَصْبَحَ صَائِمًا يَوْمَ الْجُمُعَةِ فَعَلَيْهِ أَنْ يُفْطِرَ يَعْنِي: إِذَا لَمْ يَصُمْ قَبْلَهُ، وَلاَ يُرِيدُ أَنْ يَصُومَ بَعْدَهُ
1984 - حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الحَمِيدِ بْنِ جُبَيْرِ بْنِ شَيْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادٍ، قَالَ: سَأَلْتُ جَابِرًا رَضِيَ اللَّهُ عَنْهُ: نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ يَوْمِ الجُمُعَةِ؟ قَالَ: «نَعَمْ» ، زَادَ غَيْرُ أَبِي عَاصِمٍ، يَعْنِي: أَنْ يَنْفَرِدَ بِصَوْمٍ
হাদীস নং: ১৮৬২
আন্তর্জাতিক নং: ১৯৮৫
১২৪৫. জুমআর দিনে রোযা পালন করা। যদি জুমআর দিন রোযা পালনরত অবস্থায় ভোর হয়, তবে তার উচিত রোযা ছেড়ে দেওয়া। অর্থাৎ যদি এর আগের দিনে রোযা পালন না করে থাকে এবং পরের দিনে রোযা পালনের ইচ্ছা না থাকে।
১৮৬২। উমর ইবনে হাফস ইবনে গিয়াস (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি যে, তোমাদের কেউ যেন শুধু জুমআর দিনে রোযা পালন না করে, কিন্তু তার আগে একদিন বা পরের দিন (যদি রোযা পালন করে তবে জুমআর দিনে পালন করা যায়)।
بَابُ صَوْمِ يَوْمِ الْجُمُعَةِ، فَإِذَا أَصْبَحَ صَائِمًا يَوْمَ الْجُمُعَةِ فَعَلَيْهِ أَنْ يُفْطِرَ يَعْنِي: إِذَا لَمْ يَصُمْ قَبْلَهُ، وَلاَ يُرِيدُ أَنْ يَصُومَ بَعْدَهُ
1985 - حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لاَ يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الجُمُعَةِ، إِلَّا يَوْمًا قَبْلَهُ أَوْ بَعْدَهُ»
হাদীস নং: ১৮৬৩
আন্তর্জাতিক নং: ১৯৮৬
১২৪৫. জুমআর দিনে রোযা পালন করা। যদি জুমআর দিন রোযা পালনরত অবস্থায় ভোর হয়, তবে তার উচিত রোযা ছেড়ে দেওয়া। অর্থাৎ যদি এর আগের দিনে রোযা পালন না করে থাকে এবং পরের দিনে রোযা পালনের ইচ্ছা না থাকে।
১৮৬৩। মুসাদ্দাদ ও মুহাম্মাদ (রাহঃ) ......... জুওয়াইরিয়া বিনতে হারিস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) জুমআর দিনে তাঁর নিকট প্রবেশ করেন, তখন তিনি (জুওয়াইরিয়া) রোযা পালনরত ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞাসা করলেনঃ তুমি কি গতকাল রোযা পালন করেছিলে? তিনি বললেন, না। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেনঃ তুমি কি আগামীকাল রোযা পালনের ইচ্ছা রাখ? তিনি বললেন, না। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাহলে রোযা ভেঙ্গে ফেল।
হাম্মাদ ইবনুল জা‘দ (রাহঃ) স্বীয় সূত্রে জুওয়াইরিয়া (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে আদেশ দেন এবং তিনি রোযা ভঙ্গ করেন।
بَابُ صَوْمِ يَوْمِ الْجُمُعَةِ، فَإِذَا أَصْبَحَ صَائِمًا يَوْمَ الْجُمُعَةِ فَعَلَيْهِ أَنْ يُفْطِرَ يَعْنِي: إِذَا لَمْ يَصُمْ قَبْلَهُ، وَلاَ يُرِيدُ أَنْ يَصُومَ بَعْدَهُ
1986 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، ح وحَدَّثَنِي مُحَمَّدٌ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَيْهَا يَوْمَ الجُمُعَةِ وَهِيَ صَائِمَةٌ، فَقَالَ: «أَصُمْتِ أَمْسِ؟» ، قَالَتْ: لاَ، قَالَ: «تُرِيدِينَ أَنْ تَصُومِي غَدًا؟» قَالَتْ: لاَ، قَالَ: «فَأَفْطِرِي» ، وَقَالَ حَمَّادُ بْنُ الجَعْدِ: سَمِعَ قَتَادَةَ، حَدَّثَنِي أَبُو أَيُّوبَ، أَنَّ جُوَيْرِيَةَ، حَدَّثَتْهُ: فَأَمَرَهَا فَأَفْطَرَتْ