আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৯- আযান-ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৭৮৬
আন্তর্জাতিক নং: ৮২৪
৫৩৪. রাক'আত শেষে কিভাবে জমিতে ভর দিয়ে দাঁড়াবে।
৭৮৬। মু’আল্লা ইবনে আসাদ (রাহঃ) ......... আবু কিলাবা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মালিক ইবনে হুওয়াইরিস (রাযিঃ) এসে আমাদের এ মসজিদে আমাদের নিয়ে নামায আদায় করেন। তিনি বললেন, আমি তোমাদের নিয়ে নামায আদায় করব। এখন আমার নামায আদায়ের কোন ইচ্ছা ছিল না, তবে রাসূলুল্লাহ (ﷺ) কে যেভাবে নামায আদায় করতে দেখেছি তা তোমাদের দেখাতে চাই।
আইয়ুব (রাহঃ) বলেন, আমি আবু কিলাবা (রাহঃ) কে জিজ্ঞাসা করলাম, তাঁর [মালিক ইবনে হুয়াইরিস (রাযিঃ)] নামায কিরূপ ছিল? তিনি [আবু কিলাবা (রাহঃ)] বলেন, আমাদের এ শায়খ অর্থাৎ আমর ইবনে সালিমা (রাযিঃ) এর নামাযের মত। আইয়ুব (রাহঃ) বললেন, শায়খ তাকবীর পূর্ণ বলতেন এবং যখন দ্বিতীয় সিজদা থেকে মাথা উঠাতেন তখন বসতেন, তারপর মটিতে ভর দিয়ে দাঁড়াতেন।
আইয়ুব (রাহঃ) বলেন, আমি আবু কিলাবা (রাহঃ) কে জিজ্ঞাসা করলাম, তাঁর [মালিক ইবনে হুয়াইরিস (রাযিঃ)] নামায কিরূপ ছিল? তিনি [আবু কিলাবা (রাহঃ)] বলেন, আমাদের এ শায়খ অর্থাৎ আমর ইবনে সালিমা (রাযিঃ) এর নামাযের মত। আইয়ুব (রাহঃ) বললেন, শায়খ তাকবীর পূর্ণ বলতেন এবং যখন দ্বিতীয় সিজদা থেকে মাথা উঠাতেন তখন বসতেন, তারপর মটিতে ভর দিয়ে দাঁড়াতেন।
باب كَيْفَ يَعْتَمِدُ عَلَى الأَرْضِ إِذَا قَامَ مِنَ الرَّكْعَةِ
824 - حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ: جَاءَنَا مَالِكُ بْنُ الحُوَيْرِثِ، فَصَلَّى بِنَا فِي مَسْجِدِنَا هَذَا، فَقَالَ: إِنِّي لَأُصَلِّي بِكُمْ وَمَا أُرِيدُ الصَّلاَةَ، وَلَكِنْ أُرِيدُ أَنْ أُرِيَكُمْ كَيْفَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، قَالَ أَيُّوبُ: فَقُلْتُ لِأَبِي قِلاَبَةَ: وَكَيْفَ كَانَتْ صَلاَتُهُ؟ قَالَ: مِثْلَ صَلاَةِ شَيْخِنَا هَذَا - يَعْنِي عَمْرَو بْنَ سَلِمَةَ - قَالَ أَيُّوبُ: وَكَانَ ذَلِكَ الشَّيْخُ «يُتِمُّ التَّكْبِيرَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ عَنِ السَّجْدَةِ الثَّانِيَةِ جَلَسَ وَاعْتَمَدَ عَلَى الأَرْضِ، ثُمَّ قَامَ»