আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৯- আযান-ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭৮৫
আন্তর্জাতিক নং: ৮২৩
৫৩৩. নামাযের বেজোড় রাক'আতে সিজদা থেকে উঠে বসার পর দাঁড়ানো।
৭৮৫। মুহাম্মাদ ইবনে সাব্বাহ (রাহঃ) ......... মালিক ইবনে হুওয়াইরিস লাইসী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি নবী (ﷺ) কে নামায আদায় করতে দেখেছেন। তিনি তাঁর নামাযের বেজোড় রাক'আতে (সিজদা থেকে) উঠে না বসে দাঁড়াতেন না।*

*উল্লেখ্য, উক্ত হাদীসের বর্ণনাকারী সাহাবী হযরত মালিক ইবনে হুওয়াইরিস (রাযিঃ) মদীনা মুনাওয়ারায় এসেছিলেন তাবুক যুদ্ধের প্রাক্কালে। তখন নবী করীম (ﷺ) বার্ধক্যে উপনীত হয়েছিলেন এবং তাঁর শরীর মুবারক ভারী হয়ে গিয়েছিল। আর হয়ত সে কারণেই তিনি দ্বিতীয় সিজদার পর ক্ষণিক বসে তারপর দাঁড়াতেন। অর্থাৎ তাঁর এ বসাটা ছিল ওযরবশত, সুন্নত হিসেবে নয়। সুন্নত নয় বলেই বিশিষ্ট ও শীর্ষস্থানীয় সাহাবীগণ এ বৈঠক করতেন না। তাই হানাফীগণ এ বৈঠক করেন না। তারা মহানবী (ﷺ)-এর অধিকাংশ সময়ের আমল ও তাঁর উক্তিমূলক হাদীসের অনুসরণ করেন । যেমন, হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত একটি দীর্ঘ হাদীসে আছে- “রাসূলুল্লাহ (ﷺ) বলেন: অতঃপর তুমি দ্বিতীয় সিজদা করবে শাস্তভাবে, তারপর সিজদা থেকে উঠে সোজা দাঁড়িয়ে যাবে” (বুখারী-৬৬৬৭,লিঙ্কঃ https://muslimbangla.com/hadith/6212)।
এ মর্মে আরো বহু সহীহ হাদীস বর্ণিত আছে । (দেখুন- মুসনাদে আহমদ -১৮৯৯৭: তিরমিযী-২৮৮: বুখারী-৭৮৮; আবু দাউদ-৯৬৬; বায়হাকী-২৬৪২; ইবনে আবী শায়বা-৪০০৪)
باب مَنِ اسْتَوَى قَاعِدًا فِي وِتْرٍ مِنْ صَلاَتِهِ ثُمَّ نَهَضَ
823 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ: أَخْبَرَنَا هُشَيْمٌ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكُ بْنُ الحُوَيْرِثِ اللَّيْثِيُّ، أَنَّهُ «رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، فَإِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلاَتِهِ لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا»