আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
الجامع الصحيح للبخاري
৯- আযান-ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৬৭৭
আন্তর্জাতিক নং: ৭১২
৪৫৯. লোকদেরকে ইমামের তাকবীর শোনান।
৬৭৭। মুসাদ্দাদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) অন্তিম রোগে আক্রান্ত থাকাকালে একবার বিলাল (রাযিঃ) তাঁর নিকট এসে নামাযের (সময় হয়েছে বলে) সংবাদ দিলেন। নবী (ﷺ) বললেনঃ আবু বকরকে বল, যেন লোকদের নিয়ে নামায আদায় করেন। (আয়িশা (রাযিঃ) বললেন), আমি বললাম, আবু বকর (রাযিঃ) কোমল হৃদয়ের লোক, তিনি আপনার স্থানে দাঁড়ালে কেঁদে ফেলবেন এবং কিরাআত পড়তে পারবেন না। তিনি আবার বললেনঃ আবু বকরকে বল, নামায আদায় করতে। আমি আবারও সেকথা বললাম। তখন তৃতীয় বা চতুর্থবারে তিনি বললেন, তোমরা তো ইউসুফ (আলাইহিস সালাম) এর সাথী রমণীদেরই মত। আবু বকরকে বল, তিনি যেন লোকদের নিয়ে নামায আদায় করেন। আবু বকর (রাযিঃ) লোকদের নিয়ে নামায আদায় করতে লাগলেন, ইতিমধ্যে নবী (ﷺ) দু’জনের কাঁধে ভর করে বের হলেন। [আয়িশা (রাযিঃ)] বললেন আমি যেন এখনও সে দৃশ্য দেখতে পাই। তিনি দু’পা মুবারক মাটির উপর দিয়ে হেঁচড়িয়ে যান। আবু বকর (রাযিঃ) তাঁকে দেখতে পেয়ে পেছনে সরে আসতে লাগলেন। নবী (ﷺ) ইশারায় তাঁকে নামায আদায় করতে বললেন, (তবুও) আবু বকর (রাযিঃ) পেছনে সরে আসলেন। নবী (ﷺ) তাঁর পাশে বসলেন, আবু বকর (রাযিঃ) তাকবীর শুনাতে লাগলেন।
মুহাযির (রাহঃ) আমাশ (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় আব্দুল্লাহ ইবনে দাউদ (রাহঃ) এর অনুসরণ করেছেন।
মুহাযির (রাহঃ) আমাশ (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় আব্দুল্লাহ ইবনে দাউদ (রাহঃ) এর অনুসরণ করেছেন।
باب مَنْ أَسْمَعَ النَّاسَ تَكْبِيرَ الإِمَامِ
712 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: لَمَّا مَرِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَضَهُ الَّذِي مَاتَ فِيهِ أَتَاهُ بِلاَلٌ يُوذِنُهُ بِالصَّلاَةِ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ» ، قُلْتُ: إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ إِنْ يَقُمْ مَقَامَكَ يَبْكِي، فَلاَ يَقْدِرُ عَلَى القِرَاءَةِ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ» ، فَقُلْتُ: مِثْلَهُ، فَقَالَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ: «إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ [ص:144] فَلْيُصَلِّ» ، فَصَلَّى وَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَخُطُّ بِرِجْلَيْهِ الأَرْضَ، فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ ذَهَبَ يَتَأَخَّرُ، فَأَشَارَ إِلَيْهِ أَنْ صَلِّ، فَتَأَخَّرَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَقَعَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَنْبِهِ، وَأَبُو بَكْرٍ يُسْمِعُ النَّاسَ التَّكْبِيرَ تَابَعَهُ مُحَاضِرٌ، عَنِ الأَعْمَشِ