আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৯- আযান-ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৭৬
আন্তর্জাতিক নং: ৭১১
৪৫৮. নিজের নামায আদায় করার পর অন্য লোকের ইমামতি করা।
৬৭৬। সুলাইমান ইবনে হারব ও আবু নু’মান (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মু’আয (রাযিঃ) নবী (ﷺ) এর সঙ্গে নামায আদায় করে নিজ গোত্রে ফিরে গিয়ে তাঁদের ইমামতি করতেন।*
*কেউ একবার ফরয আদায় করে ফেললে তার ফরয আদায় হয়ে যায়, তাই পরে নামায আদায় করলেও তা নফল বলে গণ্য হবে। কাজেই দ্বিতীয়বার নামায আদায় করার সময় কেউ যদি তার পিছনে ফরয নামাযের ইক্তিদা করে, তা হলে নফল আদায়কারীর পিছনে ফরয আদায়কারীর ইক্তিদা করা হচ্ছে। অন্যান্য সহীহ হাদীসের আলোকে হানাফী মাযহাব মতে নফল আদায়কারীর পিছনে ফরয আদায়কারীর ইক্তিদা দুরস্ত নয় । ফাতহুল কাদীর ও উমদাতুল কারী ইত্যাদিতে বিস্তারিত বিবরণ বিদ্যমান। (বুখারী মূল আরবী সংস্করণ, খ-১, পৃ-৯৮ দ্রষ্টব্য)
باب إِذَا صَلَّى ثُمَّ أَمَّ قَوْمًا
711 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَأَبُو النُّعْمَانِ، قَالاَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «كَانَ مُعَاذٌ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَأْتِي قَوْمَهُ، فَيُصَلِّي بِهِمْ»