আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৯- আযান-ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৪৯
আন্তর্জাতিক নং: ৬৮৩
৪৩৯। কারণবশত ইমামের পাশে দাঁড়ানো।
৬৪৯। যাকারিয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, অন্তিম রোগে আক্রান্ত অবস্থায় রাসূল (ﷺ) আবু বকর (রাযিঃ) কে লোকদের নিয়ে নামায আদায় করতে নির্দেশ দিয়েছিলেন। তাই তিনি লোকদের নিয়ে নামায আদায় করেন। উরওয়া বর্ণনা করেন, ইতিমধ্যে রাসূল (ﷺ) একটু সুস্থতা বোধ করলেন এবং নামাযের জন্য বেরিয়ে আসলেন। তখন আবু বকর (রাযিঃ) লোকদের ইমামতি করছিলেন। তিনি নবী (ﷺ) কে দেখে পিছিয়ে আসতে চাইলেন। নবী (ﷺ) তাঁকে ইশারা করলেন যে, যেভাবে আছ সেভাবেই থাক। তারপর রাসূল (ﷺ) আবু বকর (রাযিঃ) এর বরাবর তাঁর পাশে বসে গেলেন। তখন আবু বকর (রাযিঃ) রাসূল (ﷺ) কে অনুসরণ করে নামায আদায় করছিলেন আর লোকেরা আবু বকর (রাযিঃ)-কে অনুসরণ করে নামায আদায় করছিল।
باب مَنْ قَامَ إِلَى جَنْبِ الإِمَامِ لِعِلَّةٍ
683 - حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، قَالَ: أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ فِي مَرَضِهِ» ، فَكَانَ يُصَلِّي بِهِمْ، قَالَ عُرْوَةُ: فَوَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفْسِهِ خِفَّةً، فَخَرَجَ، فَإِذَا أَبُو بَكْرٍ يَؤُمُّ النَّاسَ، فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ اسْتَأْخَرَ، فَأَشَارَ إِلَيْهِ: «أَنْ كَمَا أَنْتَ» ، فَجَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِذَاءَ أَبِي بَكْرٍ إِلَى جَنْبِهِ، فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي بِصَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلاَةِ أَبِي بَكْرٍ "