আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

الجامع الصحيح للبخاري

৯- আযান-ইকামতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৩০
আন্তর্জাতিক নং: ৬৬৩
৪৩০। ইকামত হয়ে গেলে ফরয ব্যতীত অন্য কোন নামায নেই।
৬৩০। আব্দুল আযীয ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে বুহাইনা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) এক ব্যক্তির পাশ দিয়ে গেলেন। (অন্য সূত্রে ইমাম বুখারী রাহঃ বলেন,) আব্দুর রহমান (রাহঃ) ......... হাফস ইবনে আসিম (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মালিক ইবনে বুহাইনা নামক আযদ গোত্রীয় এক ব্যক্তিকে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে দু’রাক'আত নামায আদায় করতে দেখলেন। তখন ইকামত হয়ে গেছে। রাসূলুল্লাহ (ﷺ) যখন নামায শেষ করলেন, লোকেরা সে লোকটিকে ঘিরে ফেলল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, ফজরের নামায কি চার রাক'আত? ফজরের নামায কি চার রাক'আত?
গুনদার ও মুআয (রাহঃ) শু’বা (রাহঃ) থেকে হাদীসটি বর্ণিত বলে উল্লেখ করেছেন। কিন্তু ইবন ইসহাক (রাহঃ) সাদ (রাহঃ) সূত্রে হাফস (রাহঃ) থেকে হাদীসটি বর্ণনা করতে গিয়ে আবদুল্লাহ্ ইব্‌ন বুহাইনা (রাযিঃ) থেকে বর্ণিত বলে উল্লেখ করেছেন। (এ বর্ণনাটিই সঠিক*) তবে হাম্মাদ (রাহঃ) সা’দ (রাহঃ) সূত্রে হাফস (রাহঃ) থেকে হাদীসটি বর্ণনা করতে গিয়ে মালিক ইবনে বুহাইনা (রাযিঃ) থেকে বর্ণিত বলে উল্লেখ করেছেন।

* এটি ইবারতে নেই, মূলতঃ এটি হাফিয ইবনে হাজার রাহঃ এর বক্তব্য। তিনি ফাতহুল বারীতে এই সূত্রের বর্ণনা রাজিহ বলে উল্লেখ করেছেন।--টিকাকার।
فتح الباري لابن حجر (2/ 151)
قوله وقال ابن إسحاق أي صاحب المغازي عن سعد أي بن إبراهيم وهذه الرواية موافقة لرواية إبراهيم بن سعد عن أبيه وهي الراجحة
باب إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْمَكْتُوبَةَ
663 - حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ قَالَ: ح وَحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ بِشْرٍ، قَالَ: حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: سَمِعْتُ حَفْصَ بْنَ عَاصِمٍ، قَالَ: سَمِعْتُ رَجُلًا مِنَ الأَزْدِ يُقَالُ لَهُ: مَالِكُ ابْنُ بُحَيْنَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا وَقَدْ أُقِيمَتِ الصَّلاَةُ يُصَلِّي رَكْعَتَيْنِ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَثَ بِهِ النَّاسُ، وَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الصُّبْحَ أَرْبَعًا، الصُّبْحَ أَرْبَعًا» تَابَعَهُ غُنْدَرٌ، وَمُعَاذٌ، عَنْ شُعْبَةَ فِي مَالِكٍ، وَقَالَ ابْنُ إِسْحَاقَ: عَنْ سَعْدٍ، عَنْ حَفْصٍ، عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ، وَقَالَ حَمَّادٌ: أَخْبَرَنَا سَعْدٌ، عَنْ حَفْصٍ، عَنْ مَالِكٍ
tahqiq

তাহকীক: