
মাওলানা তাহমীদুল মাওলা
লেখক
জীবনবৃত্তান্ত
শায়খ তাহমিদুল মাওলা বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ। তিনি জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা থেকে তাকমীল সম্পন্ন করেন। তারপর তিনি মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকায় ভর্তি হন এবং তাখাসসুস ফিল উলূমিল হাদীস সম্পূর্ণ করেন। তিনি বেশ কিছু বাংলা ও আরবি বইয়ের লেখক। তিনি একজন পাবলিক স্পিকার এবং মিডিয়া ব্যক্তিত্ব। তিনি আহনাফ মিডিয়া বাংলাদেশ এবং রিসালাতুল ইসলাম বিডিতে কাজ করেছেন। বর্তমানে তিনি জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকার শিক্ষক ও মহানগর জামে মসজিদ রামপুরায় খতিব হিসেবে কর্মরত আছেন।
মাওলানা তাহমীদুল মাওলা-এর বয়ানসমূহ
মোট বয়ান ৫১টি
মাওলানা তাহমীদুল মাওলা-এর প্রবন্ধসমূহ
মোট প্রবন্ধ ২টি