আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রহঃ

Blog Writer Image

আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রহঃ

ভারত উপমহাদেশের মুসলমানের মাঝে ইসলামী তাহযীব-তামাদ্দুন ও আকিদাগত পরিশুদ্ধি রক্ষার লড়াইয়ে যারা অতুলনীয় অবদান রেখে গেছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন সায়্যিদ আতাউল্লাহ শাহ বুখারী রহ. (১৮৯২-১৯৬১খিঃ)।

মির্জা গোলাম আহমাদ রচিত কাদিয়ানি মতবাদের ভয়ংকর ফিৎনা থেকে মুসলমানদের রক্ষা করার জন্য যে সকল মনীষী প্রাণপণ আন্দোলন করে গেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন আমীরে শরিয়ত আতাউল্লাহ শাহ বুখারী রহ.।


আল্লামা সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী (জন্ম: সেপ্টেম্বর ২৩, ১৮৯২ - মৃুত্যু: আগস্ট ২১, ১৯৬১) ছিলেন একজন মুসলিম হানাফী দেওবন্দী আলেম, ভারতীয় উপমহাদেশ থেকে ধর্মীয় ও সিনিয়র রাজনৈতিক নেতা। তিনি মজলিস-ই-আহরার-ই ইসলাম এর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন।

আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রহঃ-এর প্রবন্ধসমূহ

আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রহঃ-এর সকল বই