নির্বাচিত হাদীস

দাড়ি লম্বা করার এবং গোঁফ খাটো রাখার আবশ্যিকতা -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং:৫৪৭২
আন্তর্জাতিক নং: ৫৮৯২
৩১২৩. নখ কাটা।
৫৪৭২। মুহাম্মাদ ইবনে মিনহাল (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, তোমরা মুশরিকদের বিপরীত করবে; দাঁড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট করবে। ইবনে উমর (রাযিঃ) যখন হজ্জ বা উমরা করতেন, তখন তিনি তার দাঁড়ি খাট করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু অতিরিক্ত থাকত, তা কেটে ফেলতেন।
باب تَقْلِيمِ الأَظْفَارِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " خَالِفُوا الْمُشْرِكِينَ، وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ ". وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান