নির্বাচিত হাদীস
তালাকপ্রাপ্তা মেয়ের ভরণপোষণের দায়িত্বগ্রহণ শ্রেষ্ঠ সদাকা -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সুনানে ইবনে মাজা
হাদীস নং:৩৬৬৭
আন্তর্জাতিক নং: ৩৬৬৭
পিতার সদাচরণ ও ইহসান কন্যাদের প্রতি
৩৬৬৭। আবু বাকর ইব্ন আবু শায়রা (রাহঃ)...... সুরাকাহ্ ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ আমি কি তোমাকে সর্বোত্তম সাদাকার পথ বলে দেব না? তোমার কন্যা যে তোমার কাছে ফিরে এসেছে, আর তুমি ছাড়া তার অন্য কোন উপার্জনকারী নেই।
بَاب بِرِّ الْوَالِدِ وَالْإِحْسَانِ إِلَى الْبَنَاتِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ مُوسَى بْنِ عُلَىٍّ، سَمِعْتُ أَبِي يَذْكُرُ، عَنْ سُرَاقَةَ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " أَلاَ أَدُلُّكُمْ عَلَى أَفْضَلِ الصَّدَقَةِ ابْنَتُكَ مَرْدُودَةً إِلَيْكَ لَيْسَ لَهَا كَاسِبٌ غَيْرُكَ " .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: