নির্বাচিত হাদীস

স্ত্রী যতক্ষণ পর্যন্ত স্বামীর হক পরিপূর্ণ আদায় করে না ততক্ষণ সে আল্লাহর হকও আদায়কারিণী সাব্যস্ত হয় না -এর বিষয়সমূহ

টি হাদীস

আত্-তারগীব ওয়াত্-তারহীব

হাদীস নং:২৯৯৮
স্বামীর প্রতি তার স্ত্রীর হক আদায় ও তার প্রতি সদাচরণ এবং স্ত্রীর প্রতি তার স্বামীর হক আদায় ও আনুগত্য করার অনুপ্রেরণা এবং স্বামীর হক বিনষ্ট করা ও বিরোধিতা করার প্রতি ভীতি প্রদর্শন
২৯৯৮. হযরত যায়িদ ইবনে আরকাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: স্বামীর হক পুরোপুরি আদায় না করা পর্যন্ত স্ত্রী আল্লাহর হক আদায় করতে পারে না। স্বামী যদি তাকে কামনা করে, আর সে উটে আরোহীনী থাকে, তবুও নিষেধ করবে না। (তাবারানী উত্তম সনদে বর্ণনা করেছেন।)
ترغيب الزَّوْج فِي الْوَفَاء بِحَق زَوجته وَحسن عشرتها وَالْمَرْأَة بِحَق زَوجهَا وطاعته وترهيبها من إِسْقَاطه ومخالفته
2998- وَعَن زيد بن أَرقم رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمَرْأَة لَا تُؤدِّي حق الله عَلَيْهَا حَتَّى تُؤدِّي حق زَوجهَا كُله وَلَو سَأَلَهَا وَهِي على ظهر قتب لم تَمنعهُ نَفسهَا

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান