নির্বাচিত হাদীস

স্ত্রীর মোহর অনাদায়কারী ব্যক্তি কেয়ামতের দিন ব্যভিচারী গণ্য হবে -এর বিষয়সমূহ

টি হাদীস

আত্-তারগীব ওয়াত্-তারহীব

হাদীস নং:২৭৯১
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৯১. মায়মুন কুর্দী সুত্রে তাঁর পিতা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে একথা বলতে শুনেছি। সে ব্যক্তি কোন মহিলাকে সামান্য অথবা বেশি মহর দিয়ে বিয়ে করল, কিন্তু স্ত্রীর এই প্রাপ্য পরিশোধের ইচ্ছা তার অন্তরে নেই, বরং সে তার সাথে প্রতারণা করল। এমতাবস্থায় তার পাওনা আদায় না করে সে মারা গেলে কিয়ামতের দিন সে ব্যভিচারী হিসেবে আল্লাহর সাথে সাক্ষাত করবে। আর যে ব্যক্তি কোন ঋণ গ্রহণ করল, কিন্তু মালিককে তা ফিরিয়ে দেয়ার ইচ্ছা তার নেই, বরং প্রতারণা করে সে তার সম্পদ আত্মসাৎ করেছে, ঋণ শোধ না করে মারা গেলে সে আল্লাহর সাথে চোর হিসেবে সাক্ষাত করবে। (হাদীসটি তাবারানী তাঁর 'সগীর' ও 'আওসাতে' বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। ইতোপূর্বে সুহায়ব-এরও অনুরূপ একটি হাদীস বর্ণিত হয়েছে।)
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2791- وَعَن مَيْمُون الْكرْدِي عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَيّمَا رجل تزوج امْرَأَة على مَا قل من الْمهْر أَو كثر لَيْسَ فِي نَفسه أَن يُؤَدِّي إِلَيْهَا حَقّهَا خدعها فَمَاتَ وَلم يؤد إِلَيْهَا حَقّهَا لَقِي الله يَوْم الْقِيَامَة وَهُوَ زَان وَأَيّمَا رجل اسْتَدَانَ دينا لَا يُرِيد أَن يُؤَدِّي إِلَى صَاحبه حَقه خدعه حَتَّى أَخذ مَاله فَمَاتَ وَلم يؤد دينه لَقِي الله وَهُوَ سَارِق

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط وَرُوَاته ثِقَات وَتقدم حَدِيث صُهَيْب بِنَحْوِهِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান