নির্বাচিত হাদীস

ব্যবসায় ধোঁকা ও প্রতারণার পরিণাম জাহান্নাম -এর বিষয়সমূহ

টি হাদীস

আত্-তারগীব ওয়াত্-তারহীব

হাদীস নং:২৭৩১
প্রতারণার ব্যাপারে সতর্কবাণী এবং ক্রয়-বিক্রয় ও অন্যান্য ক্ষেত্রে অপরের কল্যাণ কামনার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গে
২৭৩১. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে আমাদের সাথে প্রতারণা করল, সে আমাদের কেউ নয়। আর চক্রান্ত এবং প্রতারণার ফল হল জাহান্নাম। (হাদীসটি তাবারানী তাঁর 'করীরে' ও 'সগীরে' একটি উত্তম সনদে এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। এ হাদীসটি আবু দাউদ তাঁর 'মারাসীল' সংকলনে হাসান থেকে মুরসালরূণে সংক্ষেপে বর্ণনা করেছেন। তিনি বলেছেনঃ চক্রান্ত, প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার পরিণতি হল জাহান্নাম।)
التَّرْهِيب من الْغِشّ وَالتَّرْغِيب فِي النَّصِيحَة فِي البيع وَغَيره
2731- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من غَشنَا فَلَيْسَ منا وَالْمَكْر وَالْخداع فِي النَّار

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالصَّغِير بِإِسْنَاد جيد وَابْن حبَان فِي صَحِيحه
وَرَوَاهُ أَبُو دَاوُد فِي مراسيله عَن الْحسن مُرْسلا مُخْتَصرا قَالَ الْمَكْر والخديعة والخيانة فِي النَّار
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান