নির্বাচিত হাদীস
নিজের ও অধীনদের জন্য হালাল উপার্জনে বের হওয়া ব্যক্তিও আল্লাহর পথে রয়েছে -এর বিষয়সমূহ
১ টি হাদীস
আত্-তারগীব ওয়াত্-তারহীব
হাদীস নং:২৬২০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬২০. হযরত কা'ব ইবন উজরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) এর পাশ দিয়ে এক ব্যক্তি পথ অতিক্রম করে গেল। সাহাবীগণ তার শক্তি ও উদ্যম দেখে বললেন, ইয়া রাসুলাল্লাহ! এ লোকটি যদি আল্লাহর পথে জিহাদে থাকত। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ এ যদি তার সন্তানদের জীবিকার জন্য বেরিয়ে থাকে, তাহলে সে আল্লাহর পথে জিহাদেই রয়েছে। সে যদি তার বৃদ্ধ পিতামাতার জন্য উপার্জনের উদ্দেশ্যে বেরিয়ে থাকে, তাহলে সে আল্লাহর পথে জিহাদে রয়েছে এবং সে যদি নিজেকে ভিক্ষাবৃত্তি থেকে বিরত রাখার উদ্দেশ্যে উপার্জনে বেরিয়ে থাকে, তাহলেও সে আল্লাহর পথে জিহাদে রয়েছে। আর যদি সে লোক দেখানো ও অহংকারের উদ্দেশ্যে বেরিয়ে থাকে, তাহলে সে শয়তানের পথে রয়েছে।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ গ্রন্থের বর্ণনাকারীদের মতই।)
كتاب الْبيُوع وَغَيرهَا
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
2620- وَعَن كَعْب بن عجْرَة رَضِي الله عَنهُ قَالَ مر على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجل فَرَأى أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من جلده ونشاطه فَقَالُوا يَا رَسُول الله لَو كَانَ هَذَا فِي سَبِيل الله فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن كَانَ خرج يسْعَى على وَلَده صغَارًا فَهُوَ فِي سَبِيل الله وَإِن كَانَ خرج يسْعَى على أبوين شيخين كبيرين فَهُوَ فِي سَبِيل الله وَإِن كَانَ خرج يسْعَى على نَفسه يعفها فَهُوَ فِي سَبِيل الله وَإِن كَانَ خرج يسْعَى رِيَاء ومفاخرة فَهُوَ فِي سَبِيل الشَّيْطَان
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرِجَاله رجال الصَّحِيح
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرِجَاله رجال الصَّحِيح

তাহকীক:
তাহকীক চলমান