নির্বাচিত হাদীস

হালাল জীবিকা অন্বেষণ করা একটি গুরুত্বপূর্ণ ফরয -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:২৭৮১
১. তৃতীয় অনুচ্ছেদ - উপার্জন করা এবং হালাল রুযী অবলম্বনের উপায় সন্ধান করা
২৭৮১। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ অন্যান্য ফরযের সঙ্গে হালাল কামাইয়ের ব্যবস্থা গ্রহণও একটি ফরয। —বায়হাকী শোআবুল ঈমানে
الْفَصْل الثَّالِث
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طَلَبُ كَسْبِ الْحَلَالِ فَرِيضَةٌ بَعْدَ الْفَرِيضَةِ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

ফিকহুস সুনান

হাদীস নং:২০০১
হালাল উপার্জন ওয়াজিব
(২০০১) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হালাল উপার্জনের সন্ধান করা প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব।
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا: طلب الحلال واجب على كل مسلم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান