নির্বাচিত হাদীস

জান-মাল দিয়ে জিহাদে অংশগ্রহণের ফযীলত -এর বিষয়সমূহ

টি হাদীস

সুনানে ইবনে মাজা

হাদীস নং:২৭৬১
আন্তর্জাতিক নং: ২৭৬১
মহান আল্লাহর রাস্তায় ব্যয় করার ফযীলাত
২৭৬১। হারুন ইবন 'আব্দুল্লাহ্ হাম্মাল (রাহঃ)...আলী ইবন আবু তালিব, আবুদ দারদা, আবু হুরায়রা, আবু উমামা বাহিলী, আব্দুল্লাহ্ ইবন আমর, জারির ইবন আব্দুল্লাহ ও ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণিত। তারা সকলেই রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচা পাঠিয়ে দেয় এবং নিজে ঘরে বসে থাকে, তার প্রত্যেক দিরহামের বিনিময়ে সাতশত দিরহামের ছওয়াব লাভ করবে। আর যে নিজে আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং এর জন্য খরচও করে তার প্রত্যেক দিরহামের বিনিময়ে সাত লাখ দিরহামের ছওয়াব হবে। এরপর তিনি এই আয়াত তিলাওয়াত করেন- وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ “আল্লাহ্ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন"।
بَاب فَضْلِ النَّفَقَةِ فِي سَبِيلِ اللهِ تَعَالَى
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ الْخَلِيلِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ الْحَسَنِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، وَأَبِي الدَّرْدَاءِ، وَأَبِي، هُرَيْرَةَ وَأَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ وَعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَعِمْرَانَ بْنِ الْحُصَيْنِ كُلُّهُمْ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏"‏ مَنْ أَرْسَلَ بِنَفَقَةٍ فِي سَبِيلِ اللَّهِ وَأَقَامَ فِي بَيْتِهِ فَلَهُ بِكُلِّ دِرْهَمٍ سَبْعُمِائَةِ دِرْهَمٍ وَمَنْ غَزَا بِنَفْسِهِ فِي سَبِيلِ اللَّهِ وَأَنْفَقَ فِي وَجْهِ ذَلِكَ فَلَهُ بِكُلِّ دِرْهَمٍ سَبْعُمِائَةِ أَلْفِ دِرْهَمٍ ‏"‏ ‏.‏ ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ ‏(وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ)‏ ‏.‏
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান