নির্বাচিত হাদীস
বাইতুল্লাহর তাওয়াফ, তাতে নামায আদায় ও তার প্রতি দৃষ্টিদানের ফযীলত -এর বিষয়সমূহ
১ টি হাদীস
আত্-তারগীব ওয়াত্-তারহীব
হাদীস নং:১৭৬৮
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৬৮. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: আল্লাহ তাঁর পবিত্র ঘরের হজ্জ পালনকারীদের উপর প্রতিদিন একশ' বিশটি রহমত নাযিল করেন। ষাটটি তাওয়াফকারীদের জন্য, চল্লিশটি সালাত আদায়কারীদের জন্য আর বিশটি কাবাঘরের দিকে দৃষ্টিপাতকারীদের জন্য।
(হাদীসটি বায়হাকী হাসান সনদে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1768- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ينزل الله كل يَوْم على حجاج بَيته الْحَرَام عشْرين وَمِائَة رَحْمَة سِتِّينَ للطائفين وَأَرْبَعين للمصلين وَعشْرين للناظرين
رَوَاهُ الْبَيْهَقِيّ بِإِسْنَاد حسن
رَوَاهُ الْبَيْهَقِيّ بِإِسْنَاد حسن

তাহকীক:
তাহকীক চলমান