নির্বাচিত হাদীস
ঈদের দিনের আসমানী বার্তা ও সম্মাননা -এর বিষয়সমূহ
১ টি হাদীস
আত্-তারগীব ওয়াত্-তারহীব
হাদীস নং:১৬৬৬
ঈদের দিন তাকবীর পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৬৬৬. হযরত সা'দ ইব্ন আওস আনসারী (রা) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যখন ঈদুল ফিতরের দিন আসে, তখন ফিরিশতাগণ রাস্তার মোড়ে দাঁড়িয়ে যান এবং বলতে থাকেন। হে মুসলমানদের দল। তোমরা দয়াময় প্রভুর দিকে ছুটে চল। তিনি তোমাদেরকে কল্যাণ দান করবেন। তদুপরি তিনি বিরাট পুরস্কার দেবেন। তোমাদেরকে রাত্রি জাগরণের নির্দেশ দেয়া হয়েছিল, তোমরা রাত্রি জাগরণ করেছ। তোমাদেরকে রোযা রাখার নির্দেশ দেয়া হয়েছিল, তোমরা রোযা রেখেছ এবং তোমাদের প্রতিপালকের আনুগত্য করেছ। অতএব তোমরা নিজেদের পুরস্কার গ্রহণ কর।
তারপর তারা যখন নামায শেষ করে নেয়, তখন একজন ঘোষণাকারী এ মর্মে ঘোষণা দেয়: তোমরা শুনে নাও যে, তোমাদের প্রতিপালক তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তাই তোমরা হিদায়াতপ্রাপ্ত অবস্থায় নিজেদের আবাসে ফিরে যাও। সুতরাং এ দিনটি হল পুরষ্কারের দিন এবং আসমানেও এ দিনটিকে পুরস্কার দিবস বলে অভিহিত করা হয়ে থাকে।
(হাদীসটি তাবারানী 'কবীর' নামক গ্রন্থে জাবির জু'ফী সূত্রে বর্ণনা করেছেন। সিয়াম অধ্যায়েও এর পোষকতাকারী কিছু বিষয় বর্ণিত হয়েছে।)
التَّرْغِيب فِي التَّكْبِير فِي الْعِيد وَذكر فَضله
1666- وَعَن سعد بن أَوْس الْأنْصَارِيّ عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا كَانَ يَوْم عيد الْفطر وقفت الْمَلَائِكَة على أَبْوَاب الطّرق فَنَادوا اغدوا يَا معشر الْمُسلمين إِلَى رب كريم يمن بِالْخَيرِ ثمَّ يثيب عَلَيْهِ الجزيل لقد أمرْتُم بِقِيَام اللَّيْل فقمتم وأمرتم بصيام النَّهَار فصمتم وأطعتم ربكُم فاقبضوا جوائزكم فَإِذا صلوا نَادَى مُنَاد أَلا إِن ربكُم قد غفر لكم فَارْجِعُوا راشدين إِلَى رحالكُمْ فَهُوَ يَوْم الْجَائِزَة وَيُسمى ذَلِك الْيَوْم فِي السَّمَاء يَوْم الْجَائِزَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة جَابر الْجعْفِيّ
وَتقدم فِي الصّيام مَا يشْهد لَهُ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة جَابر الْجعْفِيّ
وَتقدم فِي الصّيام مَا يشْهد لَهُ

তাহকীক:
তাহকীক চলমান