নির্বাচিত হাদীস
সদাকায়ে ফিতরের গুরুত্ব -এর বিষয়সমূহ
১ টি হাদীস
আত্-তারগীব ওয়াত্-তারহীব
হাদীস নং:১৬৬০
সাদকা-ই-ফিতরের প্রতি উৎসাহ দান ও এর তাকীদ প্রসঙ্গ
১৬৬০. হযরত জারীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: রমযান মাসের রোযা আসমান ও যমীনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। একে সাদকা-ই-ফিতর আদায় করা ব্যতীত ঊর্ধ্ব জগতে উঠানো হয় না।
(হাদীসটি আবূ হাফস ইব্ন শাহীন 'ফাযাইলে রমযান' নামক গ্রন্থে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে, হাদীসটি গরীব হলেও এর সনদ উত্তম।)
التَّرْغِيب فِي صَدَقَة الْفطر وَبَيَان تأكيدها
1660- وَعَن جرير رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صَوْم شهر رَمَضَان مُعَلّق بَين السَّمَاء وَالْأَرْض وَلَا يرفع إِلَّا بِزَكَاة الْفطر
رَوَاهُ أَبُو حَفْص بن شاهين فِي فَضَائِل رَمَضَان وَقَالَ حَدِيث غَرِيب جيد الْإِسْنَاد
رَوَاهُ أَبُو حَفْص بن شاهين فِي فَضَائِل رَمَضَان وَقَالَ حَدِيث غَرِيب جيد الْإِسْنَاد

তাহকীক:
তাহকীক চলমান