নির্বাচিত হাদীস

এতীমের প্রতি সদাচারীর পুরস্কার আর অভাবী আত্মীয়কে বঞ্চিত করে অন্যদের দান করার শাস্তি -এর বিষয়সমূহ

টি হাদীস

আত্-তারগীব ওয়াত্-তারহীব

হাদীস নং:১৩৩২
কোন ব্যক্তি আপন বন্ধুজন অথবা নিকটাত্মীয়ের কাছে তাদের অতিরিক্ত সম্পদ থেকে কিছু চাইলে সে ক্ষেত্রে কৃপণতা প্রদর্শন অথবা নিকটাত্মীয়গণ সাহায্যের বেশি হকদার হওয়া সত্ত্বেও অন্যত্র ব্যয় করার ব্যাপারে সতর্কবাণী
১৩৩২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) এ বলেছেনঃ ঐ সত্তার শপথ! যিনি আমাকে সত্য দীন দিয়ে প্রেরণ করেছেন, আল্লাহ্ এমন ব্যক্তিকে কিয়ামতের দিন শাস্তি দিবেন না যে ইয়াতীমকে দয়া করে এবং তার সাথে নম্রভাবে কথা বলে, ইয়াতীম ও অসহায় হওয়ার কারণে যে তার প্রতি দয়াপরবশ হয় এবং আল্লাহর দান ও করুণাপ্রাপ্ত হয়ে যে আপন প্রতিবেশির প্রতি গর্বিত আচরণ করে না। তিনি আরও বলেছেনঃ হে মুহাম্মদের উম্মতগণ! ঐ সত্তার শপথ, যিনি আমাকে সত্য দীন দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ্ এমন ব্যক্তির দান গ্রহণ করবেন না, যার মুখাপেক্ষী আত্মীয়-স্বজন রয়েছে। অথচ সে তার দানের অর্থ অন্যত্র ব্যয় করে। ঐ সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ, আল্লাহ্ কিয়ামতের দিন তার প্রতি (দয়ার দৃষ্টিতে) তাকাবেন না। (হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। হাদীসের সকল রাবীই নির্ভরযোগ্য। রাবী আবদুল্লাহ্ ইব্‌ন আমির আসলামী সম্পর্কে আবু হাতিম বলেন, লোকটি পরিত্যজ্য পর্যায়ের নয়।)
التَّرْهِيب من أَن يسْأَل الْإِنْسَان مَوْلَاهُ أَو قَرِيبه من فضل مَاله فيبخل عَلَيْهِ أَو يصرف صدقته إِلَى الْأَجَانِب وأقرباؤه محتاجون
1332 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَالَّذِي بَعَثَنِي بِالْحَقِّ لَا يعذب الله يَوْم الْقِيَامَة من رحم الْيَتِيم ولان لَهُ فِي الْكَلَام ورحم يتمه وَضَعفه وَلم يَتَطَاوَل على جَاره بِفضل مَا آتَاهُ الله
وَقَالَ يَا أمة مُحَمَّد وَالَّذِي بَعَثَنِي بِالْحَقِّ لَا يقبل الله صَدَقَة من رجل وَله قرَابَة محتاجون إِلَى صلته
ويصرفها إِلَى غَيرهم وَالَّذِي نَفسِي بِيَدِهِ لَا ينظر الله إِلَيْهِ يَوْم الْقِيَامَة

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات وَعبد الله بن عَامر الْأَسْلَمِيّ قَالَ أَبُو حَاتِم لَيْسَ بالمتروك
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান