নির্বাচিত হাদীস

সেজদাবস্থায় বান্দা আল্লাহর সর্বাধিক নৈকট্যে পৌঁছে যায়, এ সময়ের দু'আ অধিক কবুল হয় -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ মুসলিম

হাদীস নং:৯৬৭
আন্তর্জাতিক নং: ৪৮২
৪২. রুকু ও সিজদায় কি পাঠ করা হবে
৯৬৭। হারুন ইবনে মারূফ ও আমর ইবনে সাওওয়াদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সিজদার অবস্থায়ই বান্দা তার রবের অধিক নিকটবর্তী হয়ে থাকে। অতএব, তোমরা (সিজদায়) অধিক পরিমাণ দু‘আ কর।
باب مَا يُقَالُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
وَحَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَعَمْرُو بْنُ سَوَّادٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ أَنَّهُ سَمِعَ أَبَا صَالِحٍ، ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ فَأَكْثِرُوا الدُّعَاءَ " .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান