নির্বাচিত হাদীস

আযানের পর বিনা প্রয়োজনে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া মুনাফিকের আচরণ -এর বিষয়সমূহ

টি হাদীস

কানযুল উম্মাল (উর্দু)

হাদীস নং:২১০২৭
" الإکمال "
21027 ۔۔۔ اذان کے بعد مسجد سے صرف منافق ہی نکلتا ہے ، ہاں مگر وہ شخص جس کو کوئی حاجت نکالے اور وہ واپس نماز میں آنے کا بھی ارادہ رکھتا ہو ۔ (ابوالشیخ فی الاذان عن سعید بن المسیب (رض) ، و عن ابوہریرہ (رض))
21027- لا يخرج من المسجد بعد النداء إلا منافق إلا أحد أخرجته حاجة وهو يريد الرجعة إلى الصلاة. "أبو الشيخ في الأذان عن سعيد بن المسيب وعن أبي هريرة".
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

আত্-তারগীব ওয়াত্-তারহীব

হাদীস নং:৪১১
আযানের পর বিনা ওযরে মসজিদ থেকে বের হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪১১. হযরত সা'ঈদ ইবন মুসায়্যাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: মুনাফিক ব্যতীত মসজিদ থেকে আযানের পর কেউ বের হয় না। তবে যদি কোন ওযরবশত কেউ বেরিয়ে যায় এবং প্রত্যাবর্তনের আশা রাখে, তবে তা ভিন্ন কথা। (আবূ দাউদ তাঁর 'মারাসীলে' হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من الْخُرُوج من الْمَسْجِد بعد الْأَذَان لغير عذر
411 - وَعَن سعيد بن الْمسيب رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يخرج من الْمَسْجِد أحد بعد النداء إِلَّا مُنَافِق إِلَّا لعذر أخرجته حَاجَة وَهُوَ يُرِيد الرُّجُوع
رَوَاهُ أَبُو دَاوُد فِي مراسيله
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান