নির্বাচিত হাদীস

শয়তানের গোমরাহী থেকে বাঁচার জন্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সঙ্গে নিজেকে জুড়ে রাখার তাকিদ -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:১৮৪
৫. তৃতীয় অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৮৪। হযরত মুআয ইবনে জাবাল (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, শয়তান মানুষের জন্য নেকড়ে বাঘসদৃশ। যেমন মেষপালের জন্য নেকড়ে বাঘ। সে মেষপালের মধ্যে যে মেষটি পাল হতে বিচ্ছিন্ন থাকে বা খাদ্যের তালাশে দূরে চলে যায় বা আলস্যবশতঃ এক কিনারায় শুয়ে থাকে, সেটিকে ধরে নিয়ে যায়; সুতরাং সাবধান! তোমরা সব সময় দলের সাথে এবং অধিকাংশের সাথে থাকবে। - আহমদ
باب الاعتصام بالكتاب والسنة - الفصل الثالث
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّيْطَانَ ذِئْبُ الْإِنْسَانِ كَذِئْبِ الْغَنَمِ يَأْخُذُ الشَّاذَّةَ وَالْقَاصِيَةَ وَالنَّاحِيَةَ وَإِيَاكُمْ وَالشِّعَابَ وَعَلَيْكُمْ بِالْجَمَاعَةِ وَالْعَامَّةِ» . رَوَاهُ أَحْمد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান