ফয়জুল কালাম

সৃষ্টজীবের প্রতি দয়ার ফজিলত -এর বিষয়সমূহ

টি হাদীস

জামে' তিরমিযী

হাদীস নং:১৯২২
আন্তর্জাতিক নং: ১৯২২
মানুষের প্রতি দয়া।
১৯২৮। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... জারীর ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না আল্লাহও তার উপর রহম করেন না।
باب مَا جَاءَ فِي رَحْمَةِ الْمُسْلِمِينَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، حَدَّثَنَا قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ لاَ يَرْحَمُهُ اللَّهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَأَبِي سَعِيدٍ وَابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو .

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৪৯৬৮
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৬৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি সত্যায়িত সত্যবাদী আবুল কাসেম (ﷺ)কে বলিতে শুনিয়াছিঃ একমাত্র হতভাগ্যদের অন্তর হইতেই দয়া অনুগ্রহ বাহির করিয়া দেওয়া হয়। –আহমদ ও তিরমিযী
الْفَصْل الثَّانِي
عَن أبي

هُرَيْرَة قَالَ: سَمِعْتُ أَبَا الْقَاسِمِ الصَّادِقَ الْمَصْدُوقَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تُنْزَعُ الرَّحْمَةُ إِلاَّ مَن شقي» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৪৯৬৯
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৬৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দয়াবান ব্যক্তিদের প্রতি আল্লাহ্ রহমানুর রাহীম দয়া করেন। অতএব, তোমরা পৃথিবীবাসীদের প্রতি দয়া কর, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করিবেন। —আবু দাউদ ও তিরমিযী
وَعَنْ عَبْدِ

اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

রিয়াযুস সালিহীন

হাদীস নং:৩৫৫
উলামায়ে কিরাম, প্রবীণ ব্যক্তিবর্গ ও সম্মানীত ব্যক্তিবর্গের প্রতি সম্মান প্রদর্শন, অন্যদের উপর তাদের অগ্রাধিকার প্রদান, তাদেরকে উচ্চস্থানে বসানো ও তাদের মরতবা প্রকাশ করা
ছোটকে স্নেহ ও বড়কে সম্মান করা হাদীছ নং : ৩৫৫ আমর ইবন শুআইব থেকে যথাক্রমে তার পিতা ও দাদা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমাদের ছোটদের দয়া করে না এবং বড়দের মর্যাদা সম্পর্কে সচেতন নয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয় - আবু দাউদ ও তিরমিযী। ২১৩ ইমাম তিরমিযী রহ. বলেন, এটি একটি হাসান সহীহ হাদীছ। ইমাম আবূ দাউদ রহ.-এর বর্ণনায় আছে, আমাদের বড়দের হক সম্পর্কে সচেতন নয়। (জামে তিরমিযী, হাদীছ নং ১৯১৯; সুনানে আবূ দাউদ, হাদীছ নং ৪৯৪৩; মুসনাদে আহমাদ, হাদীছ নং ৬৭৩৩; মুসান্নাফে ইবনে আবী শায়বাহ, হাদীছ নং ২৫৩৫৯; আল-আদাবুল মুফরাদ, হাদীছ নং ৩৫৩; তাবারানী, আল-মুজামুল কাবীর, হাদীছ নং ৭৮৯৫; মুসনাদুল হুমাইদী, হাদীছ নং ৫৯৭; বায়হাকী, শুআবুল ঈমান, হাদীছ নং ১০৪৭১)
44 - باب توقير العلماء والكبار وأهل الفضل وتقديمهم عَلَى غيرهم ورفع مجالسهم وإظهار مرتبتهم
355 - وعن عمرو بن شعيب، عن أبيه، عن جده - رضي الله عنهم - قَالَ: قَالَ رَسُول الله - صلى الله عليه وسلم: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرنَا، وَيَعْرِفْ شَرَفَ كَبيرِنَا». حديث صحيح رواه أَبُو داود والترمذي، وَقالَ الترمذي: «حديث حسن صحيح». (1)
وفي رواية أبي داود: «حَقَّ كَبيرِنَا».

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:৪৯৭১
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৭১। হযরত আনাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে যুবক কোন বৃদ্ধকে বার্ধক্যের কারণে সম্মান করিবে, নিশ্চয় আল্লাহ্ তা'আলা তাহার বৃদ্ধাবস্থায় এমন লোক নিয়োজিত করিবেন যে তাহাকে সম্মান করিবে। – তিরমিযী
وَعَنْ

أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَكْرَمَ شَابٌّ شَيْخًا مِنْ أَجْلِ سِنِّهِ إِلَّا قَيَّضَ اللَّهُ لَهُ عِنْد سنه من يُكرمهُ» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা