ফয়জুল কালাম
পিতা-মাতার মৃত্যুর পর করণীয় -এর বিষয়সমূহ
৩ টি হাদীস
সুনানে আবু দাউদ
হাদীস নং:৫০৫২
আন্তর্জাতিক নং: ৫১৪২
১২৮. পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা- সম্পর্কে।
৫০৫২. ইবরাহীম ইবনে মাহদী (রাহঃ) ..... আবু উসায়দ মালিক ইবনে রাবীআ সায়িদী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত ছিলাম। এ সময় সালামা গোত্রের এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেঃ ইয়া রাসূলাল্লাহ! পিতা-মাতার মৃত্যুর পর তাদের সাথে সদ্ব্যবহার করার কোন সুযোগ আছে কি? তিনি বলেনঃ হ্যাঁ, তুমি তাদের জন্য দুআ ও ইস্তিগফার করবে, তাদের অসীয়ত পুরা করবে, তাদের আত্মীয়দের সাথে আত্মীয়তা বজায় রাখবে এবং তাদের বন্ধু-বান্ধবদের সাথে ভাল ব্যবহার করবে।
باب فِي بِرِّ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَهْدِيٍّ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، - الْمَعْنَى - قَالُوا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سُلَيْمَانَ، عَنْ أَسِيدِ بْنِ عَلِيِّ بْنِ عُبَيْدٍ، مَوْلَى بَنِي سَاعِدَةَ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي أُسَيْدٍ، مَالِكِ بْنِ رَبِيعَةَ السَّاعِدِيِّ قَالَ بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا جَاءَهُ رَجُلٌ مِنْ بَنِي سَلِمَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلْ بَقِيَ مِنْ بِرِّ أَبَوَىَّ شَىْءٌ أَبَرُّهُمَا بِهِ بَعْدَ مَوْتِهِمَا قَالَ " نَعَمِ الصَّلاَةُ عَلَيْهِمَا وَالاِسْتِغْفَارُ لَهُمَا وَإِنْفَاذُ عَهْدِهِمَا مِنْ بَعْدِهِمَا وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لاَ تُوصَلُ إِلاَّ بِهِمَا وَإِكْرَامُ صَدِيقِهِمَا " .
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:১৭৬৮
৮. তৃতীয় অনুচ্ছেদ - কবর যিয়ারত
১৭৬৮। তাবেয়ী মুহাম্মাদ ইবনে নো'মান (রঃ) নবী করীম (ﷺ)-এর নাম করিয়া বলেন যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি প্রত্যেক জুমুআবারে আপন মা-বাপের অথবা তাঁহাদের মধ্যে একজনের কবর যিয়ারত করিবে, তাহাকে মাফ করিয়া দেওয়া হইবে এবং মা-বাপের সহিত সদ্ব্যবহারকারী বলিয়া লেখা হইবে। বায়হাকী তাঁহার শোআবুল ঈমানে মুরসালরূপে বর্ণনা করিয়াছেন।
وَعَنْ مُحَمَّدِ بْنِ النُّعْمَانِ يُرْفَعُ الْحَدِيثَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ زَارَ قَبْرَ أَبَوَيْهِ أَوْ أَحَدِهِمَا فِي كُلِّ جُمُعَةٍ غُفِرَ لَهُ وَكُتِبَ بَرًّا» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان مُرْسلا

তাহকীক:
তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং:৪৯৪২
১৪. তৃতীয় অনুচ্ছেদ - অনুগ্রহ ও স্বজনে সদাচার
৪৯৪২। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন বান্দার পিতা-মাতা উভয়জন কিংবা তাহাদের একজন এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে, সে তাহাদের অবাধ্য ছিল। কিন্তু তাহাদের মৃত্যুর পর সে-ই তাহাদের জন্য সর্বদা দোআ করে এবং তাহাদের জন্য (আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে। অবশেষে আল্লাহ্ তা'আলা তাহাকে পুণ্যবানদের অন্তর্ভুক্ত করেন। —বায়হাকী
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْعَبْدَ لَيَمُوتُ وَالِدَاهُ أَوْ أَحَدُهُمَا وَإِنَّهُ لَهُمَا لَعَاقٌّ فَلَا يَزَالُ يَدْعُو لَهُمَا وَيَسْتَغْفِرُ لَهُمَا حَتَّى يَكْتُبَهُ اللَّهُ بارا»

তাহকীক:
তাহকীক চলমান
