ফয়জুল কালাম

খেয়ানতকারী ব্যবসায়ীর প্রতি ধমক -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং:২৭৯৯
২. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা
২৭৯৯। হযরত ওবায়দ ইবনে রেফাআ (রাঃ) তাঁহার পিতার মাধ্যমে নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেন। নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ ব্যবসায়ী গণ কিয়ামত দিবসে হাশর-ময়দানে উপস্থিত হইবে ফাসেক-ফাজের — বদকার দলরূপে। অবশ্য যেসব ব্যবসায়ী মোত্তাকী-পরহেযগার হন, নেককার হন এবং সত্যবাদী হন তাঁহারা ঐরূপ হইবেন না।—তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী।
وَعَن عبيد بنِ رفاعةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «التُّجَّارُ يُحْشَرُونَ يَوْمَ الْقِيَامَةِ فُجَّارًا إِلَّا مَنِ اتَّقَى وَبَرَّ وَصَدَقَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْن مَاجَه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান